বিনোদন
খায়রুল-মাহির ‘তোকে খুঁজে বেড়াই’
স্টাফ রিপোর্টার
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার.webp)
নতুন একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সামিরা খান মাহি। ঈদের এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। ঈদের দ্বিতীয় দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। মাহি বলেন, ঈদের যে নাটকগুলোতে কাজ করেছি তার মধ্যে অন্যতম এটি। খুব সুন্দর একটি গল্প। আশা করছি ভালো লাগবে সবার।