শিক্ষাঙ্গন
একাদশে অনলাইনে ভর্তির আবেদনের সময় বাড়ল
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ১১ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ই জুন রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ১১ই জুন পর্যন্ত আবেদনের সময় ছিল। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও উক্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গত সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ঈদের ছুটির পর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৩শে জুন। এতে আরও বলা হয়, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোন শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না।
বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: https://www.xiclassadmission.gov.bd