কলকাতা কথকতা
নজরে উত্তরবঙ্গ, দার্জিলিংয়ে মমতা, ধুপগুড়িতে অভিষেক
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩১ অপরাহ্ন
জিটি-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের মালে তিনি আজ জিটি-এর ৪৫ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন। পাহাড় জুড়ে উৎসবের সুর। খাদা পরে দলে দলে পাহাড়বাসী চলেছেন এই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে ভাষণ দেবেন জিটিএ প্রধান অনিত থাপা। ২১ জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশে উত্তরবঙ্গ এবার নজরে। উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য অবসানে এককাট্টা তৃণমূল। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শিলিগুড়ি এসে পৌঁছেছেন। আজ জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে জনসমাবেশে তিনি ভাষণ দেবেন। ২১ জুলাইয়ে উত্তরবঙ্গ থেকে যাতে দলে দলে লোক যোগ দেয় তৃণমূলের সভায় সেই আবেদনও রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নজর এখন উত্তরবঙ্গে। তাই, পিসি - ভাইপোর এই অভিযান।