ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

কলকাতা কথকতা

নিজের স্বপ্নের প্রকল্প ইস্ট ওয়েস্ট করিডর-এর স্টেশন উদ্বোধনে আমন্ত্রিত নন মমতা বন্দোপাধ্যায়

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(২ বছর আগে) ১০ জুলাই ২০২২, রবিবার, ২:০৫ অপরাহ্ন

সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর এর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন ৷ সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে শিয়ালদহ থেকে৷  চোদ্দ জুলাই যাত্রীদের জন্যে খুলে দেওয়া হবে দরজা৷ আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদহ স্টেশন এর উদ্বোধন করবেন৷  বিস্ময়ের ব্যাপার হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি৷  অথচ মমতা কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় এই প্রকল্প অনুমোদন করেন৷ সেটি বাদ দিলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধনে না ডাকার বিষয়টিকে চূড়ান্ত রাজনৈতিক  সৌজন্য হীনতা  বলে বর্ণনা করেছে তৃণমূল৷ কলকাতার মেয়র ও মন্ত্রী ববি হাকিম বলেছেন, মমতা দি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর এর স্বপ্ন দেখেন, আর এখন তিঁনিই বাদ৷ তৃণমূলের এক মুখপাত্র বিষয়টিকে ছেলের বিয়েতে মায়ের নিমন্ত্রণ না পাওয়ার ঘটনার সঙ্গে তুলনা করেন৷  তাঁদের বক্তব্য, পুরোহিত বাদ দিয়ে যজ্ঞ হয় না৷  তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করছে৷

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status