কলকাতা কথকতা
কলকাতা পুলিশে নবাগত, পদমর্যাদায় ইন্সপেক্টর, কিন্তু চারপেয়ে
বিশেষ সসংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১০ জুলাই ২০২২, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন
সকালের ব্রেকফাস্টে বরাদ্দ দুধ, পাউরুটি এবং মরশুমি ফল৷ দুপুরের লাঞ্চে ঢেঁকিছাটা চালের ভাত আর মাংস৷ বিকেলে চা বিস্কুট, রাতে মাংস রুটি৷ এই হল তার খাদ্য তালিকা৷ পদ মর্যাদায় সে কলকাতা পুলিশের ইন্সপেক্টর৷ এই চারপেয়ে লাব্রেডরটি কলকাতা পুলিশের তৃতীয় ট্র্যাকার ডগ৷ পুলিশের ডগ স্কোয়াড এর সদস্য৷ লাকি আর মিতাকে দিয়ে উনিশশো আটান্ন সালে কলকাতা পুলিশের যে ডগ স্কোয়াড তৈরি হয়েছিল তার নবতম সংযোজন এই ল্যাব্রাডোর৷ আরও দুটি আলসেশিয়ান আছে ট্র্যাকার ডগ হিসেবে৷ এর মধ্যে সূর্য ট্রেনিং নিতে গেছে৷ ফিরবে আট মাস বাদে৷ নবাগত, ট্র্যাকার ডগটির নাম কাম ফর৷ বয়স দেড় বছর৷ কলকাতা পুলিশে যোগ দেওয়ার আগে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশে ট্রেনিং নিয়েছে তিন মাস৷ এই ট্র্যাকার ডগ খুন কিংবা ডাকাতির অকুস্থলে পৌঁছে পুলিশকে ঘ্রাণ শুঁকে একটি দিশা দেওয়ার চেষ্টা করে৷ ঘ্রাণ চেনানোর জন্যে তাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়৷ স্নিফার ডগ এবং ট্র্যাকার ডগ এর মধ্যে মুলগত পার্থক্য হল স্নিফার ডগ বিস্ফোরণের স্থল অথবা দুর্ঘটনার স্থল শুঁকে ঘটনার প্রকৃতি বোঝাতে সক্ষম হয়৷ ট্র্যাকার ডগ মানুষের দেহের গন্ধ চিহ্নিত করতে সক্ষম৷