কলকাতা কথকতা
কালী তথ্যচিত্র নির্মাতার বিরুদ্ধে লুকআউট নোটিস কলকাতা পুলিশের, মুন্ডছেদের হুমকি অযোধ্যা থেকে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৯ জুলাই ২০২২, শনিবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫২ অপরাহ্ন
কালী তথ্যচিত্রের নির্মাতা কানাডা প্রবাসীনি লিনা মনিমেকলাই এর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত হানার কারণে এই নোটিস বলে কলকাতা পুলিশের এক মুখপাত্র জানান। লিনার ছবিতে মা কালী ধূমপান করছেন এই দৃশ্য দেখানো হয় এই নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেছেন, মা কালী মদ মাংস খেতেন। সিগারেট খেলে আপত্তি কি? মহুয়ার এই বক্তব্য তোলপাড় ফেলে দিয়েছে। তাঁর বিরুদ্ধে এফ আই আর এর পর এফ আই আর হয়েছে। এর প্রেক্ষিতে লিনা মনিমেকলাই কে লুকআউট নোটিস জারি করেছে কলকাতা পুলিশ। এদিকে অযোধ্যার হনুমান গড়ির আচার্য রাজু দাস লিনা মনিমেকলাই এর মুন্ডছেদের নির্দেশ দিয়েছেন। লিনা এক বিবৃতিতে বলেছেন, তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। ভারত গণতন্ত্রের দেশ কিন্তু এখন দেখে মনে হচ্ছে ধর্মীয় আবেগের দেশ হয়ে গেছে।