ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

সার্ভারে ত্রুটি, একাদশের ভর্তি আবেদন বিলম্ব

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ২৬ মে ২০২৪, রবিবার, ৯:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৫ অপরাহ্ন

সার্ভার জটিলতায় একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়নি। যদিও আজ সকাল ৮টা থেকে এ আবেদন শুরু হওয়ার কথা ছিল। শিক্ষার্থীরা বারবার চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু সেটিও সম্ভব হয়নি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করা সাদিকুর রহমান দিনভর চেষ্টা করেও ভর্তির আবেদন করতে পারেনি। রাতে সাদিকুর রহমান বলেন, প্রথমে ভেবেছিলাম আমাদের কম্পিউটার ও ইন্টারনেটে সমস্যা হয়েছে। পরে কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারিনি। ভয় পেয়ে গিয়েছিলাম। এখন শুনছি সার্ভার জটিলতা।

বিজ্ঞাপন
ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে এবারও তিন ধাপে আবেদন, ফল প্রকাশ এবং মাইগ্রেশনের পর চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ১৫-২৫শে জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে। এরপর ৩০শে জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

পাঠকের মতামত

আমার ছেলের জেন্ডার ভুল আসছে সার্ভারে।এখন কি করব বুঝতে পারছি না

আশরাফ
২৮ মে ২০২৪, মঙ্গলবার, ১২:৪৪ পূর্বাহ্ন

আমি সকালে একবার ওয়েবসাইট এ ঢুকেছিলাম। স্টুডেন্ট আইডি তৈরি করতে সাইন আপ করতে হয়। সাইন আপ করতে গিয়ে দেখি জন্ম তারিখ ভুল দেখাচ্ছে, কিন্তু রেজিস্ট্রেশন এ জন্ম তারিখ ঠিক আছে। এর পর জন্ম সনদ নং দিতে হয়। রেজিস্ট্রেশন করার সময় জন্ম তারিখ ভেরিফাই করা হয়েছে। এখন কি এর কোন প্রয়োজন আছে? শুধু বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নং কি স্টুডেন্ট সনাক্ত করতে যথেষ্ট নয়।

Md. Mostofa Kamal Pa
২৬ মে ২০২৪, রবিবার, ১১:০৬ অপরাহ্ন

মানুষকে ভোগান্তিতে না ফেললে ওরা মজা পায় না। সার্ভার ত্রুটি দেখিয়ে এবার দেশের টাকা লুটের চিন্তা হয়তো।

আজাদ আবদুল্যাহ শহিদ
২৬ মে ২০২৪, রবিবার, ১০:১৮ অপরাহ্ন

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status