ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

কালিহাতীতে আওয়ামী লীগ নেতার ওপর হামলা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৯:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৭ অপরাহ্ন

mzamin

কালিহাতীতে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহ-সভাপতি মালেক ভূইয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলা হাসপাতালের গেট এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতারা। উপজেলা আওয়ামী নেতৃবৃন্দ জানান, শুক্রবার বিকেলে সাবেক সংসদ সদস্য হাসান ইমান খান হোসেন হাজারী তার বাসায় নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন। এ খবর পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য নির্বাচিত চেয়ারম্যান  ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী ও তার ছেলে আদর্শ সিদ্দিকীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মালেক ভূইয়ার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়। 

হামলায় উপজেলা আওয়ামী সদস্য কামরুল ইসলাম, পাইকড়া ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ জাকিরসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়। পরে এ ঘটনার প্রতিবাদে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মী। কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা বলেন, সাবেক সংসদ সদস্যের বাসায় যাওয়ার সময় এ হামলা করা হয়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ফারুক বলেন, বিজয়ী আজাদ সিদ্দিকীর বিজয় মিছিল নিয়ে আসার সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মালেক ভূইয়ার ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে। এখনো কোন অভিযোগ পায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। 
উল্লেখ্য, গত ২১শে মার্চ কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা ও স্থানীয় সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী। নির্বাচনে আজাদ সিদ্দিকী বিজয়ী হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status