বিশ্বজমিন
গাজায় আরও তিন জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরাইলের
মানবজমিন ডেস্ক
(৮ মাস আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৭:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫১ পূর্বাহ্ন

গাজায় আরও তিন জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। উদ্ধারকৃতরা হলেন- হানান ইয়াবলোনকা (৪২), মিশেল নিসেনবাইম (৫৯) ও অরিওন হেরনানদেজ (৩২)। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শহর থেকে ওই তিন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে আইডিএফ। এক সপ্তাহ আগে তিন জিম্মির মৃতদেহ উদ্ধারের খবরের পরপরই আরও তিন জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরাইল।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে তাদেরকে জিম্মি করেছিল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় তখন প্রায় ১২০০ ইসরাইলি নিহত হন। পরে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে গাজায় নিহত হয়েছেন ৩৫ হাজার ৮০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। জাতিসংঘের তথ্য মতে হতাহতের বেশির ভাগই নারী এবং শিশু।