ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

অধ্যাপক হুমায়ুন কবীর হিরু’র শোক সভায় তানিয়া রব

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন

mzamin

জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, সরকারের অপশাসনের কারণে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বেআইনিভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সরকার প্রজাতন্ত্রকে অনিরাপদ করে ফেলেছে। ফলে রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে; যা স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।

শুক্রবার জেএসডির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবীর হিরুর শোক সভায় সভাপতির বক্তৃতায় তানিয়া রব এ সব কথা বলেন। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র, মানবাধিকার, দুর্নীতি ও শ্রমিক অধিকার নিয়ে- ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানসহ অনেক ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে দেশ, যা আমাদের অগ্রগতিকে মারাত্মক হুমকিতে ফেলতে পারে। সুতরাং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের অপসারণ করাই জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

তানিয়া রব বলেন, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং বিদ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে হুমায়ুন কবীর হিরু ছিলেন লড়াকু সৈনিক। চলমান গণবিরোধী ও নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদের মধ্য দিয়ে হুমায়ুন কবীর হিরু’র স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, সহকর্মী আজিজুল হক, ছোট ভাই জিয়াউল কবির দুলু, ছোট ভাই জাকির হোসেন, সহ-সভাপতি এ্যাড. ফাতেমা হেনা, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন সাজু, আবদুল মান্নান মুন্সি প্রমুখ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status