ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

আনার খুনের নেপথ্যে রহস্যময়ী নারী আদপে কে?

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তাকে কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের বিইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যার পর লাশ টুকরো টুকরো করে কেটে ট্রলিব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় হত্যাকারীরা। সাংসদ খুনের ঘটনায় ঢাকা মেট্রোপটিলন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শিলাস্তি রহমান নামে এক নারী । সূত্রের দাবি, খুনের ঘটনায় মূলচক্রী আখতারুজ্জামানের বান্ধবী হলেন শিলাস্তি রহমান। শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে। কিন্তু পুরনো ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে চলে যান অন্ধকার জগতে। 

মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে। বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। তাকে ‘হানিট্র্যাপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করছেন তদন্তকারী অফিসাররা। হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন। তবে সামনে ছিলেন না।

বিজ্ঞাপন
হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নীচে নেমে আসেন। এরপর মরদেহ লোপাট করার কাজে সহায়তা করেন। 

শিলাস্তির আরেক নাম সেলে নিস্কি। গত ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতায় আনতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ, সব পরিকল্পনা করে শাহিন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায়। খুনের পর হত্যাকারীরা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেও শিলাস্তি কলকাতার বিমানবন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করেন। একদিন সেখানে অবস্থান করে ১৫ মে বিমানে আমানুল্লাহ ওরফে শিমূলের সঙ্গে ঢাকায় ফেরেন। ঢাকায় আসার পর শাহিনের ফ্ল্যাটে অবস্থান করেন। ১৬ মে তার সন্ধান পায় ঢাকার গোয়েন্দা বিভাগ।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status