ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

মোদিকে চিঠি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর

ভারতীয় সেনার প্রাক্তন কর্মীকে ‘খুন’ করেছে ইসরাইলি সেনা!

মানবজমিন ডিজিটাল

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

mzamin

যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রাক্তন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুর জন্য ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা। মুস্তফা গত ২০ মে মোদিকে লেখা চিঠিতে তার শোক প্রকাশ করেন এবং গাজার পরিস্থিতির কথা তুলে ধরে লেখেন, ‘আমি ইসরাইলি সেনাবাহিনীর দ্বারা ভারতীয় অফিসার, বৈভব অনিল কালের মর্মান্তিক হত্যার জন্য আমার গভীর সমবেদনা জানাতে চাই। একজন প্রাক্তন ভারতীয় সেনা কর্মকর্তার উপর হামলা ছিল গাজার জনগণের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর দ্বারা সংঘটিত বৃহত্তর গণহত্যা, যুদ্ধাপরাধের অংশ।’

৪৬ বছর বয়সী কর্নেল বৈভব নাগপুরের বাসিন্দা। ১৯৯৮ সাল তিনি সেনায় যোগ দেন। ১১ নং জম্মু এবং কাশ্মীর রাইফেলসে অন্যতম সদস্য ছিলেন। এক সময় সিয়াচেনেও সীমান্তরক্ষার দায়িত্ব সামলেছেন তিনি। অবসর নেয়ার পরে জাতিসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যোগ দেন। তিন সপ্তাহ আগে রাফায় এক সহকারীর সঙ্গে জাতিসংঘের একটি গাড়িতে করে যাওয়ার সময়ে তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে ইসরাইলি সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৈভবের।প্রধানমন্ত্রী মোদিকে তার চিঠিতে, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ভারতকে তাদের প্রতি সমর্থনের জন্য  ধন্যবাদ জানিয়েছেন এবং সহিংসতা বন্ধ করার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। মুস্তাফা প্রধানমন্ত্রী মোদিকে তার চিঠিতে বলেছেন, ‘ফিলিস্তিনিদের অধিকার এবং মর্যাদা সমুন্নত রাখার জন্য আপনার প্রতিশ্রুতি এই অঞ্চলে ন্যায়বিচার ও শান্তির জন্য আমাদের চলমান সংগ্রামে আশার আলো দেখিয়েছে।’

এর আগে, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে লেখা চিঠিতে একই রকম মন্তব্য করেছিলেন।
কর্নেল বৈভবের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চেয়েছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা সরকার এবং ভারতরে জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি।’

হামাস গোষ্ঠীর ৭ অক্টোবরের হামলার পর প্রতিশোধ নিতে ইসরাইল গাজায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তার মারাত্মক অভিযান শুরু করে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। পাশাপাশি বিশাল সংখ্যক মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি।

সূত্র : ইন্ডিয়া  টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status