ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

ড. ইউনূসকে কেন অর্থ দিতে চান ভারতীয় ব্যবসায়ী?

তারিক চয়ন

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪০ অপরাহ্ন

mzamin

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সেখানেই তার মুখ থেকে বেরিয়ে আসে চমকপ্রদ এক তথ্য।

সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনূস কথা প্রসঙ্গে বলছিলেন, ‘একটু আগে আমরা অপেক্ষা করছিলাম এখানে (ট্রাইব্যুনালে) আসার জন্য। সেখানে হঠাৎ করে এক বিদেশি ভদ্রলোক এসে আমার সঙ্গে দেখা করলেন একটা কথা বলার জন্য। তিনি ভারতীয় লোক। বললেন, আমি ব্যবসা করি, বাংলাদেশের সঙ্গেও আমি ব্যবসা করি, বহু টাকা অর্জন করেছি। কিন্তু, কিছু টাকা সবসময়ই আমি পৃথকভাবে রেখে দিই। এটা আমার টাকা বলে মনে করি না। বেশ বড় অংকের টাকা জমা হয়েছে। আমি অপেক্ষা করছি আপনার সঙ্গে আলাপ করার জন্য। আমি কি করতে পারি এই টাকা দিয়ে? আপনার সামাজিক ব্যবসার কথা আমি শুনেছি, পড়েছি।

বিজ্ঞাপন
এটা কিভাবে সামাজিক ব্যবসায় লাগাতে পারি?’

ড. ইউনূস সমবেত মানুষের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘এই লোককেতো আমি চিনি না? এই লোকের এতো টাকা। সে এটা খরচ করতে চায়। কিভাবে করবে সে পরামর্শের জন্য আমার কাছে এসেছে। আমার অফিসে যাওয়ার কথা ছিল। সে বলেছে যে - না, আমি এখানেই দেখা করতে চাই, এইটাই আমার জন্য যথেষ্ট। আপনি সময় দিলে আমি আবার দেখা করবো৷’

ড. ইউনূস আক্ষেপের সুরে বলেন, ‘এই যে মানুষকে উদ্বুদ্ধ করা, তরুণকে উদ্বুদ্ধ করা, ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করা- এটা নতুন এক কাঠামো। আমরা বলছি- তিন শূন্যের পৃথিবী সৃষ্টি করবো। মানুষ এক কথায় এটা উড়িয়ে দিতে পারতো, তা না করে তারা এটা গ্রহণ করছে, কাজে লাগাচ্ছে। এই যে কাজ করার একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি... প্রচুর কাজ করতে পারতাম যদি আমরা টানাহেঁচড়ার মধ্যে পড়ে না যেতাম, এই দুর্যোগের মধ্যে না পড়তাম। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকুন করে যেতে চেয়েছিলাম, আমাকে সে সুযোগটা দেওয়া হচ্ছে না। আমাকে নানা টানাহেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। এতে দেশের মানুষ ঠকছে। আরো কিছু করতে পারলে মানুষ উল্লেখ করতো- বাংলাদেশ থেকে এটা আমরা শিখেছি। সেই সুযোগটা হলো না। সেটাই হলো দুঃখের বিষয়। এই দুর্যোগ থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি সেজন্য আপনারা দোয়া করেন। আমি দেশবাসীর কাছে এই দোয়া চাচ্ছি।’

পাঠকের মতামত

Dear Sir, You don't trust awmi league and any Indian.Both are dangerous.it can be trape.

Saidur Rahman
২৬ মে ২০২৪, রবিবার, ১০:৩৪ পূর্বাহ্ন

Dr Yunus should think twice before accepting this kind of approach.

Mustafizur Rahman
২৬ মে ২০২৪, রবিবার, ৫:০০ পূর্বাহ্ন

You can believe anyone but not an "Indian".

Habib
২৬ মে ২০২৪, রবিবার, ১:৪৫ পূর্বাহ্ন

What is the actual story..who is he ???

Anwarul Azam
২৪ মে ২০২৪, শুক্রবার, ৩:৩৮ অপরাহ্ন

সাধু সাবধান! এ কি ধরনের পাতা ফাঁদ কে জানে। আগ বাড়িয়ে এসে টাকা সাধে, তার উপর ভারতীয়।

Mashud Hasan
২৪ মে ২০২৪, শুক্রবার, ১২:২৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status