ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

অনলাইন

এমপি আনার হত্যায় ভারতে এক কসাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৩ অপরাহ্ন

mzamin

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের সিআইডি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জিহাদ হাওলাদার। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পেশায় তিনি একজন কসাই। খুনের পর এমপি আনারের দেহ টুকরো টুকরো করে কাটার কথা তিনি স্বীকার করেছেন। জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন।
সিইডির তদন্তকারীরা জানান, মনে করা হচ্ছে, মাস্টারমাইন্ড আখতারুজ্জামান তাকে ঘটনার দু’মাস আগে কলকাতায় নিয়ে আসে। তার পরই আনারকে খুনের পরিকল্পনা করা হয়। আখতারুজ্জামান জেরায় স্বীকার করেছে, ফ্ল্যাটে চারজন মিলে সাংসদকে খুন করা হয়। সেখানেই তার দেহাংশ থেকে হাড় এবং মাংস আলাদা করা হয়। টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরা হয় দেহাংশ। প্লাস্টিক ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বের হয় খুনিরা।

বিজ্ঞাপন
বিভিন্ন গাড়িতে চড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় তারা। কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় দেহাংশ। অভিযুক্ত জিহাদ হাওলাদারকে বারাসত আদালতে তোলা হবে। হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেয়ার চিন্তা করছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ। ধৃত অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তার দাবি অনুযায়ী, খুনের পর দেহ টুকরো টুকরো করে কাটা হয়। দেহাংশ পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। চলছে জোর তল্লাশি।
 

পাঠকের মতামত

এমন একটি চাঞ্চল্যকর হত্যাকান্ড নিয়ে গণমাধ্যম গুলো পুলিশের সরবরাহ করা সকল তথ্য গুলোই ফলাও করে পাবলিককে খাওয়াচ্ছে।নিজেদের কোন অনুসন্ধান নেই সত্যতা যাচাই নেই।আবার একটি টিভি এক্সক্লুসিভ দেখাতে অভিযুক্ত আক্তারুজ্জামানের টেলিফোন বক্তব্যও প্রচার করছে।এমন একটি স্পর্শকাতর মামলার সকল রহস্য ও আাসামী আটকের পর দুই দেশ যৌথ ভাবে সংবাদ ব্রিফিং করতে পারতো।আর এমপি গেলেন চিকিৎসার জন্য ভারতে যা তার পরিবারের সদস্যরা শুরু থেকেই বলে আসছেন,এমনকি ভারতেও সকল জায়গায় স্বইচ্ছায় গেলেনই আর ঢাকায় তার মেয়ে মামলা করলেন অপহরণের? খুনের স্থান কোলকাতা আর আসামীরা জবানবন্দি দিচ্ছে ঢাকায়।লাশের কোন অস্তিত্ব এখনো পাওয়া যায়নি।তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এক টুকরো মাংস এখনো উদ্ধার হলো না? কলকাতায় হত্যা মালমশলা,ঢাকায় অপহরণ মামলা কোন আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কি ঢাকার অপহরণ মামলাটি করা হয়েছে?

ইকবাল কবির
২৪ মে ২০২৪, শুক্রবার, ১১:০৩ পূর্বাহ্ন

"আখতারুজ্জামান জেরায় স্বীকার করেছে, ফ্ল্যাটে চারজন মিলে সাংসদকে খুন করা হয়।" সেতো আমেরিকায়, কার কাছে স্বীকার করলো?

জুনায়েদ
২৪ মে ২০২৪, শুক্রবার, ১০:২৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status