ঢাকা, ১৬ জুন ২০২৪, রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বরিশালে বেতনের দাবিতে শ্রমিকদের ভাঙচুর, আনসারদের গুলি, আহত ৪

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
২৪ মে ২০২৪, শুক্রবার

বকেয়া বেতনের দাবিতে বরিশালে বিসিকে ফরচুন সুজ লিমিটেডে শ্রমিকদের সঙ্গে দিনভর কারখানার আনসারদের সঙ্গে সংঘর্ষ চলেছে। উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর শুরু করে। এসময়ে কর্তব্যরত আনসাররা গুলি চালালে কমপক্ষে চারজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। পুলিশসহ আহত হয়েছে আর ২০ থেকে ২৫ জন। ৮ জনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আহত হন। সন্ধ্যায়ও কারখানায় উত্তেজনা বিরাজ করছিল। 
আন্দোলনকারী শ্রমিকরা জানান, দুই মাসের বেতন বকেয়া। আজকে সেই বেতন চাইতে গেলে কোম্পানি দুই মাসের বেতন না দিয়ে ১৫ দিনের বেতন দিতে রাজি হয়। এতে কিছু শ্রমিক কারখানা থেকে বের হয়ে গেলে তাদের আনসার ক্যাম্পে ধরে এনে মারধর করে। মারধরের একপর্যায়ে গুলি করে আনসার সদস্যরা।

বিজ্ঞাপন
আরেক আন্দোলনকারী ইউনুস বলেন, এখন পর্যন্ত ৪/৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিকদের যখন মারধর করে তখন ফরচুন সুজের মালিক মিজানুর রহমান ঘটনাস্থলে ছিলেন। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকরা সকাল থেকেই অসৎ উদ্দেশ্যে জড়ো হতে থাকে। একপর্যায়ে তারা কারখানায় ঢুকে ভাঙচুর করতে থাকে। এসময় আনসাররা বাধা দিলে তাদের ওপরও হামলা চালায়। এতে ৬/৮জন আনসার আহত হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকরা তাদের ওপরও হামলা করে। 
আনসার সদস্য ইউসুফ আলী বলেন, শ্রমিকরা কারখানার কাছে বেতন পাবে। তারা আন্দোলনে নেমে প্রথমেই এসে আমাদের আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। আমরা উপরের নির্দেশে ১০ রাউন্ড গুলি করি। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কেউ নিহত হয়েছেন কিনা জানা নেই। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এখন পর্যন্ত চারজন শ্রমিক আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত পরে জানতে পারবো। কারখানাটি বিপিএলে ফরচুন বরিশাল টিমের মালিক ও বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমানের।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status