শেষের পাতা
এমপি আনারের নিয়মিত খোঁজ নিয়েছেন স্পিকার
সংসদ রিপোর্টার
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারনিখোঁজ হওয়ার পর থেকেই দ্বাদশ জাতীয় সংসদের ৮৪ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজিম (আনার)- এর নিয়মিত খোঁজ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ভারতে নিখোঁজ হওয়ার সময় তিনি সুইজারল্যান্ড সফরে ছিলেন। দেশে ফিরেই সংসদ সদস্যের ঘটনার বিস্তারিত খোঁজ নেন। এ প্রসঙ্গে স্পিকার গতকাল মানবজমিনকে বলেন,
সুইজারল্যান্ড থেকে ফিরে এমপি আনারের ঘটনা জানার পর তার মেয়েকে ফোন করি। তার কাছ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি বিস্তারিত জানি। এরপর কলকাতায় ডেপুটি হাইকমিশনারের কাছে ফোন দিই। তিনিও আমাকে নিখোঁজের বিষয়টি অবহিত করেন। পরে এমপি আনারের মেয়ে ভারত যেতে চায়। তখন তার ভিসার জন্য সহযোগিতা করা হয়। এদিকে গতকাল মো. আনোয়ারুল আজিম (আনার)- এর মৃত্যুর ঘটনা জানার পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন।