ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

ব্যালন ডি’অরে চোখ বেলিংহামের

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৪, বৃহস্পতিবারmzamin

রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম অসাধারণ মৌসুম কাটাচ্ছেন। ২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ২৩ গোল। চলতি মৌসুমে ২০ গোল করে তার ঠিক পিছনেই অবস্থান ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। বেলিংহাম আশা করছেন এবার ইউরোর লড়াইয়ে নিজের সেরাটা দিয়ে ব্যালন ডি’অর নিজের হাতে তুলে নিবেন। ২০ বছর বয়সী এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের লা লিগা শিরোপা নিশ্চিত করতে এবং চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বেলিংহামের ফর্মের এই উত্থান তাকে জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের জন্য একজন গুরুত্বপূর্ণ  খেলোয়াড়ে পরিণত করেছে। বেলিংহাম বিশ্বাস করেন তিনি এবং ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের মধ্যে লড়াই হলে তিনিই জিতবেন ব্যালন ডি’অর। ভিনিসিয়াস কোপা আমেরিকায় ব্রাজিল দলের অন্যতম সদস্য। পিএ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জুড বেলিংহাম নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা তুঙ্গে বলে জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘অবশ্যই আমি ব্যালন ডি’অর জিততে পারবো যদি সামনের বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে (ইউরো) নিজেকে মেলে ধরতে পারি এবং দলকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।’ অবশ্য ক্লাব সতীর্থ ভিনিসিয়াসেরও সুযোগ দেখছেন বেল। ‘ভিনিরও সুযোগ আছে। কোপা আমেরিকা একটা ভালো সুযোগ। ব্যালন ডি’অর জিততে হলে আপনার দলের ট্রফি জয় গুরুত্বপূর্ণ। যেমন মেসি কয়েক বছর আগে নিজের দলকে ও নিজেকে জিতিয়েছেন। নিজেকে প্রমাণ করার জন্য অনেক কিছু করতে হবে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে আমাকে।’ যোগ করেন এই ইংলিশ তারকা। বেলিংহাম এবং ভিনিসিয়াস দু’জন একসঙ্গে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মাঠে নামবেন ১লা জুন। তারা দু’জন ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতাতে চাইবেন। রিয়াল মাদ্রিদ জিতলে এই দুই ব্যালন ডি’অর দাবিদার নিজেদের আরও উপরে নিয়ে যেতে পারবেন। রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ই এখন দুই তারকার একমাত্র লক্ষ্য।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status