ঢাকা, ৭ জুলাই ২০২৫, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১০ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সার আত্মসাতের অভিযোগে নরসিংদীর সাবেক এমপি পোটনসহ পাঁচজন কারাগারে

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ মে ২০২৪, বুধবার, ১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন

৭২ হাজার টন সার আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সের মালিক কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার  ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে গতবছরের ২৬শে নভেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদত হোসেন নিপু ও মো. নাজমুল আলম বাদল, পোটন ট্রেডার্সের উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন এবং খুলনা ও নওয়াপাড়ার প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলায় বলা হয়েছে, ২০২১ সালের ১লা নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুলাইয়ের মধ্যে এই সার আত্মসাতের ঘটনা ঘটেছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২১-২০২২ অর্থ বছরের বিদেশ থেকে আমদানি করা ইউরিয়া সার কামরুল আশরাফ খানের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের ৫০ দিনের মধ্যে বাফার গুদামে পৌঁছে দেওয়া কথা ছিল। কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করে সার ট্রানজিটে রয়েছে বলে বিসিআইসিকে মিথ্যা তথ্য দিয়ে ৭১ হাজার ৮০১ টন ৩১ কেজি সার আত্মসাৎ করা হয়েছে। যার বাজার মূল্য ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬৪ টাকা। 
 

পাঠকের মতামত

৫০০ কোটি থেকে ৫ কোটি টাকা ব্যয় করলেই তার সব মামলা শেষ এই হলো হাসিনার সোনার বাংলাদেশ

কাজী জাহেদুল আলম
১৮ মে ২০২৪, শনিবার, ৫:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status