খেলা
টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে সিটি
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ১৫ মে ২০২৪, বুধবার, ১২:১৯ অপরাহ্ন
সম্প্রতিক সময়ে যে মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচে প্রতিবার হেরেছে, সেই মাঠে এবারও শুরুতে কিছুটা ভুগতে দেখা গেল ম্যানচেস্টার সিটিকে। প্রথমার্ধে গোলের দেখা তো পেলো না বরং বিরতির পর গোলরক্ষক এডারসন ও মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা চোট নিয়ে মাঠ ছাড়েন। তবে এবার সব বাধা টপকে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে লীগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেলো পেপ গার্দিওলার শিষ্যর।
গতকাল টটেনহ্যাম হটস্পারের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচে ২-০ গোলে জিতেছে সিটি। দুটি গোলই করেছেন আর্লিং হালান্দ। এই মাঠে আগের চারটি লীগ ম্যাচের সবগুলোয় হেরেছিল সিটি। খুব গুরুত্বপূর্ণ সময়েই এই খরা কাটাল দলটি। ৩৭ ম্যাচে ২৭ জয় ও সাত ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল সিটি। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। লীগে দুই দলেরই বাকি একটি করে ম্যাচ। শেষ ম্যাচে সিটি পয়েন্ট পয়েন্ট না খোয়ালে নিশ্চিত চ্যাম্পিয়ন হবে।