শিক্ষাঙ্গন
পাসের হার কম সিলেটে
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৩ মে ২০২৪, সোমবারএবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে সবার শেষে সিলেট বোর্ডের অবস্থান। গত বারের চেয়ে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ নিয়ে চিন্তিত অভিভাবকরা। সিলেট বোর্ডে এবার পাসের হার ৭৩ দশমিক ৪ শতাংশ। রোববার দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে। সিলেট বোর্ড কর্তৃপক্ষ দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছে। বোর্ড সূত্র জানিয়েছে- সিলেটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ১৯টি। গত বছর পাসের হার ছিল ৭৬ দশমিক ৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৫২ জন। এ বছর ১ লাখ ৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮০ হাজার ৬ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ১৪। আর সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। মানবিক বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫০। গত বছর ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৩ হাজার ৩০৬৬ জন উত্তীণ হয়েছিলো। গত বারের তুলনায় এবার পাসের হার কমেছে ২ দশমিক ৭১ শতাংশ।