বাংলারজমিন
রংপুরের দুই উপজেলায় ভোটার উপস্থিতি কম
জাভেদ ইকবাল, রংপুর থেকে
(১০ মাস আগে) ৮ মে ২০২৪, বুধবার, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:১৯ অপরাহ্ন

রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় পীরগাছা উপজেলার জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় অল্প সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। এ কেন্দ্রে ভোটার ২ হাজার ২২১। তবে ভোটার উপস্থিতি কম।
এ কেন্দ্রে কথা হয় ভোটার আফছার আলীর সঙ্গে। তিনি প্যারালাইজড রোগী। তিনি তার স্বজনের কাঁধে ভর করে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, অন্যদের ভোট নিয়ে সেরকম আগ্রহ নেই। তাই ভোটার উপস্থিতি কম।
এই কেন্দ্রে কথা হয় মকবুল হোসেন ও জয়নাল আবেদীনের সঙ্গে। তারা বলেন, বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম।
প্রিসাইডিং অফিসার জাহিদ হোসেন দাবি করেন, এক ঘণ্টায় মোট ভোট পড়েছে দেড় শতাধিক।
এ কেন্দ্রে বুথ রয়েছে ৬টি। মাদরাসার উত্তর অংশে মহিলা ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪৪০জন। এ কেন্দ্রে বুথ ৪টি। ভোট দিতে এসে সাথী বেগম জানান, তিনিও পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। পীরগাছা উপজেলায় ১০৩ টি কেন্দ্রে ও কাউনিয়া উপজেলায় ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।