বিশ্বজমিন
রাঁচি থেকে ২৫ কোটি রুপি উদ্ধার
মানবজমিন ডেস্ক
৭ মে ২০২৪, মঙ্গলবার
অর্থ পাচারের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একাধিক স্থানে অভিযানে সোমবার প্রায় ২৫ কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করেছে প্রশাসন। দেশটির অর্থ পাচার বিরোধী আইনের (পিএমএলএ) অধীনে পরিচালিত সাম্প্রতিক এই অভিযান পরিচালিত হচ্ছে ঝাড়খণ্ড গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগকে কেন্দ্র করে। এর আগে ২০২৩ সালে বীরেন্দ্র রামকে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। তার আত্মসাৎকৃত অর্থ লুকিয়ে রাখা সন্দেহপ্রবণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করছে ভারতের অর্থ পাচার বিষয়ক তদন্তকারী প্রতিষ্ঠান দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
খবরে বলা হয়, বীরেন্দ্র রামকে ২০২৩ সালে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর তার লুকিয়ে রাখা অর্থের খোঁজে সন্দেহজনক বেশ কয়েকটি স্থানে টানা অভিযান শুরু করে ইডি। সন্দেহের ভিত্তিতে সোমবার সকালে রাঁচির অন্তত ছয়টি স্থানে অভিযান চালিয়ে সেখান থেকে ২৫ কোটি রুপি নগদ অর্থ উদ্ধার করেছে প্রশাসন। অভিযানের ভিডিওতে দেখা যায়, ঝাড়খণ্ডের গ্রাম উন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের একটি কক্ষে স্তূপাকারে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে নগদ অর্থের বিপুল পরিমাণ নোট। ৭০ বছর বয়সী আলমগীর আলম একজন কংগ্রেস নেতা। এ বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, মামলাটি এখনো তদন্তাধীন অবস্থায় থাকায় এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।
ঝাড়খণ্ডের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র প্রতুল শাহদেব বলেন, অঞ্চলটির দুর্নীতি শেষ হয়ে যায়নি। আমার ধারণা নির্বাচনকে কেন্দ্র করে এসব অর্থ লুট করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবশ্যই জরুরি পদক্ষেপ নেয়া উচিত বলেও মন্তব্য করেছেন বিজেপি’র ওই মুখপাত্র।