বিনোদন
সাংবাদিক হতে চেয়েছিলেন আনুশকা
বিনোদন ডেস্ক
৩ মে ২০২৪, শুক্রবার
সাংবাদিক হতে চেয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তবে সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে এখন নিজেই থাকেন সংবাদ শিরোনামে। আনুশকা জানান, সাংবাদিক হতে গিয়ে হলাম অভিনেত্রী। একদিন এ সফরটা শুরু হয় একটি শপিংমলে! ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস আনুশকাকে একটি শপিংমলে দেখেন এবং তাকে ফ্যাশন শোতে হাঁটার প্রস্তাব দেন। তিনিও কৌতূহল নিয়ে রাজি হন। এরপর শুরু হয় তার মডেলিং ও পরবর্তীতে বলিউড যাত্রা।