শিক্ষাঙ্গন
স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত শুক্র-শনিবার
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৯ অপরাহ্ন
গরমে স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত আগামী শুক্র বা শনিবার নেয়া হবে। বৃহস্পতিবার কেবিনেট কক্ষে ক্রয় কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার।
তিনি বলেন, যেহেতু মাঝে আরও ২ দিন বন্ধ আছে, সেক্ষেত্রে সিদ্ধান্ত ওভাবেই নেয়া হবে। তবে শিক্ষা মন্ত্রণালয়কে আবহাওয়া অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সামনে তাপপ্রবাহ আরও বাড়বে।
তাই বিকল্প উপায় মাথায় আছে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা নিতে গেলে গ্রামের শিক্ষার্থীরা বঞ্চিত হবে। তাই এ ব্যাপারে আগামী শুক্র বা শনিবারের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।
আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ হলো তাপদাহ আরও বাড়বে তাই কোনো অবস্থায়ই স্কুল খোলা রেখে শিশুদেরকে মৃর্ত্যু যুকির মধ্যে ফেলে দেয়া যাবে না। বরং এর চেয়েও কঠিন সময় করোনা কালিন সময়ে আমরা যেভাবে অনলাইন ক্লাস নিয়েছি সেভাবেই শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত। কেননা ছাত্র-ছাত্রী বাচলে শিক্ষা বাচবে।
শনিবার ছুটি বাতিল করা ঠিক হবে না।
সকাল ৭টা থেকে ১০টা করা যেতে পারে
শিক্ষা বাঁচান, শিক্ষার্থী মরুক। এরপর শিক্ষা দিবেন কাকে।
গরমের এই চলমান দাবদাহে স্কুল কলেজ বন্ধ রেখে পরবর্তীতে শনিবারের ছুটি বাতিল করে ক্লাস পুসিয়ে নেয়া উচিৎ
আগেতো জান বাঁচাতে হবে তারপর শিক্ষা ।
কেউ একজন বললো, স্কুল প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাকে বাঁচাতে। তারমানে দাড়ালো হিট ওয়েভে আমাদের সন্তান রা মানে ছাত্র ছাত্রীরা মৃত্যুর ঝুকির মধ্যে পড়ুক, ব্যাপার না, শিক্ষা বাঁচলেই চলবে। কি অপরিনামদর্শী চিন্তা ভাবনা। যারা এসব বলে, তাদের কি সন্তান আছে? তারা কি সন্তানের জীবন নিয়ে বিচলিত নয়?
If Class time 7.00AM-11.30AM,Must be benefitted all student.
যত দ্রুত সম্ভভ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিন। একই সাথে শনিবারের সাপ্তাহিক বন্ধ বাতিল করুন। শিক্ষা বাঁচান