ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

প্রার্থী হওয়া আরও পাঁচ জনকে বহিষ্কার করলো বিএনপি

স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে প্রার্থী হওয়ায় দলের ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। পদধারী এসব নেতার মধ্যে গত মঙ্গলবার রাতে ৩৮ নেতাকে শোকজের চিঠি পাঠানো হয়। আর গতকাল রাত পর্যন্ত আরও ২৬ নেতাকে চিঠি দেয়া হয়েছে। 

হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের এই নোটিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট প্রার্থীদের নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে কিংবা ফোনে কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অন্যথায় আগামী সপ্তাহ থেকে বহিষ্কার করা হবে বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বিএনপি’র সূত্র জানিয়েছে, দলের বিভিন্ন পর্যায়ের ৬৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এরমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচনে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভাইস চেয়ারম্যান পদে ২১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্রটি আরও জানায়, ৩৪টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বিএনপি’র পদধারী নেতারা মাঠে আছেন। এরমধ্যে ৮ উপজেলায় ১৯ নেতা প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ৪২ জন, আগেই ১৫ নেতা দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দল থেকে পূর্বে বহিষ্কৃত এমন প্রার্থী ৪ জন, এরমধ্যে আবার একজন দল পরির্বতন করেছে। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থী হয়েছে ২৪টি উপজেলায়। এরমধ্যে ৪ উপজেলায় ১০ নেতা ভোটে রয়েছেন। মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও ৯ নেতা প্রত্যাহার করে নেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯টি উপজেলায় প্রার্থী হয়েছেন ২০ নেতা। এরমধ্যে ১ জন প্রত্যাহার করেছেন, এখনো ভোটে আছেন ১৯ নেতা।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ১৫ই এপ্রিল বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি’র নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এই মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থি এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্যকোনো মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বিএনপি’র কয়েকজন নেতা মানবজমিনকে জানান, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। তাই প্রক্রিয়া মেনেই দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করতে চায় বিএনপি। এর শাস্তির ফলে তৃণমূলকে কঠোর বার্তা দিতে চায়। যাতে বাকি উপজেলা পরিষদ নির্বাচনে কেউ প্রার্থী না হয়।

উল্লেখ্য, গত সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌর নির্বাচনে অংশ নেয়ায় আরও ৫ জনকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন জলঢাকা পৌর নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপি’র সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে (কমেট চৌধুরী) বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দিনাজপুর জেলাধীন বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাদেক আলী, চট্টগ্রাম উত্তর জেলাধীন ১২নং চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলী মাহমুদ, সদস্য জহুরুল আলম এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁ উপজেলা বিএনপি’র সদস্য ও ঈদগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়াকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status