ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ধ্বংসের মধ্যেও প্রাণের সঞ্চার

২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

নিজের সদ্যোজাত সন্তানের দিকে তাকানোর আগেই মারা যান সাবরিন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দিনরাত্রি ক্রমাগত ভয়ের মধ্যে কাটলেও সাবরিন  আশা করেছিলেন যে, তার পরিবারের গায়ে হয়তো আঁচ লাগবে না। সেই আশা ২০শে এপ্রিল মধ্যরাতে বিস্ফোরণের গর্জন এবং আগুনে উধাও হয়ে যায়। ইসরাইলিরা রাফাতে আল-সাকানি পরিবারের বাসাতে একটি বোমা ফেলে যেখানে সাবরিন, তার স্বামী এবং তিন বছরের মেয়ে মালাককে নিয়ে 
ঘুমিয়ে ছিলেন। সাবরিন ব্যাপকভাবে আহত হন এবং তার স্বামী ও মালাক ঘটনাস্থলেই নিহত হন। তবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাবরিনের গর্ভের শিশুটিকে বাঁচাতে সক্ষম হন। তারা দ্রুত সাবরিনকে  হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা  জরুরি সিজারিয়ান অপারেশন করেন। সাবরিনকে বাঁচানো যায়নি কিন্তু ডাক্তাররা শিশুটিকে  জীবনদান করেছেন। রাফাহ-এর এমিরাটি হাসপাতালের জরুরি প্রসব ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ সালামা বলছেন, ‘শিশুটি  গুরুতর শ্বাসকষ্ট নিয়ে  জন্মগ্রহণ করে।

বিজ্ঞাপন
 মাত্র  ১.৪ কেজি ওজন ছিল তার, কিন্তু জীবনের অগ্নিপরীক্ষায় সে জয়ী হয়েছে। ‘ডাক্তার একটি টেপের টুকরোতে ‘শহীদ সাবরিন  আল-সাকানির শিশু’ শব্দটি লিখে তার শরীরের সঙ্গে সংযুক্ত করেছিলেন। এরপর তাকে ইনকিউবেটরে রাখা হয়। শিশুটির স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলে জানাচ্ছেন ডা. সালামা। তিনি বলছেন, ‘পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম মূলত অকাল জন্মের কারণে হয়। এই শিশুটির এই সময়ে মায়ের গর্ভে থাকা উচিত ছিল, কিন্তু সে এই অধিকার থেকে বঞ্চিত হয়েছে।’ ডাক্তার আশা করছেন যে, শিশুকন্যাটিকে  এক মাস পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। শিশুকন্যাটির  নাম রাখার জন্য তার বাবা-মা কেউই জীবিত নেই।  তার মৃত বোন মালাক তাকে রুহ নামে ডাকতে চেয়েছিলেন, যার অর্থ আরবিতে আত্মা। তবে মৃত মায়ের স্মরণে শিশুটিকে সাবরিনা বলেই ডাকা হচ্ছে।  সাবরিনার  দাদি আহলাম আল-কুরদি জানিয়েছেন  যে, তিনি সন্তানকে বড় করবেন। তিনি বলেছেন-‘সে আমার ভালোবাসা, আমার আত্মা। সে তার বাবার স্মৃতি। আমি তার যত্ন নেব।’ গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ৩৪,০০০ মানুষের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। 
সূত্র: বিবিসি

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status