খেলা
খেলতে বাধা নেই তাইজুলের
স্পোর্টস রিপোর্টার
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম। কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় ঢাকার যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিতে ভিসা প্রক্রিয়ার কাজটিও শেষ করে এসেছেন এই স্পিনার। যদিও তার দলে থাকার সম্ভাবনা কম, কারণ আছেন সাকিব আল হাসান। তবুও বিকল্প হিসেবে তাইজুলকে ভাবনাতে রাখতেই পারে বিসিবি। কিন্তু ইনজুরির কারণে সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছিল। তাইজুল খেলতে পারছিলেন না ঢাকা প্রিমিয়ার লীগেও। অবশেষে শঙ্কামুক্ত হয়েছেন তাইজুল। রিহ্যাব শেষে গতকাল দিয়েছেন চূড়ান্ত ফিটনেস টেস্ট। তার আর খেলতে বাধা নেই নিশ্চিত করেছে বিসিবি’র একটি সূত্র। আজ সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে খেলতে পারবেন তাইজুল। গতকালই তাকে দেয়া হয়েছে ছাড়পত্র। সূত্রটি জানায়, ‘তাইজুল ইসলাম সুপার লীগে খেলতে পারবে। তার আজ (গতকাল) ফিটনেস টেস্ট নেয়া হয়েছে। আর কোনও শঙ্কা নেই। আমরা তাকে ছাড়পত্র দিয়েছি।’ লিগামেন্টের চোটে পড়েছেন তাইজুল। লঙ্কানদের বিপক্ষে এই চোট নিয়েই খেলেছেন তিনি। চোটের ধরন অনুযায়ী অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকার কথা ছিল এই বাঁহাতি স্পিনারের। ঢাকা লীগে আজ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফতুল্লায় আবাহনীর প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এছাড়াও, বিকেএসপিএতে শাইনপুকুরের বিপক্ষে খেলবে শেখ জামাল ধানমণ্ডি, আর মিরপুর শেরেবাংলায় মোহামেডানের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক। প্রতিটি ম্যাচই সকাল ৯টায় শুরু।