ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

লম্বা ছুটিতে কানাডায় হিমি

স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

গেল ঈদুল ফিতরটি দেশে কাটাতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কারণ ঈদের আগের দিন কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তাই ঈদটি ভ্রমণের মধ্যেই কেটেছে তার। মা’সহ কানাডাতে গিয়েছেন হিমি। সেখানে তার ভাই থাকেন। মূলত ভাইয়ের সঙ্গে ঈদের ছুটি কাটাতেই সেখানে হিমির এবারের সফর। কানাডায় গিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই ফেসবুক লাইভে এসে ভক্তদের জানাচ্ছেন কেমন কাটাচ্ছেন সেখানে। খবর নিচ্ছেন দেশের। আবার ঈদে তার নাটক কার কেমন লেগেছে তাও জানতে চাইছেন।

বিজ্ঞাপন
গেল ঈদে হিমি অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে বিভিন্ন টিভি ও ইউটিউব চ্যানেলে। এবারের ঈদের অন্যতম আলোচিত নাটক ‘শ্বশুরবাড়িতে ঈদ’। নিলয়ের সঙ্গে জুটি বেঁধে এতে অভিনয় করেছেন হিমি। ইউটিউবে যার ভিউ ১৩ দিনে ২০ মিলিয়নেরও বেশি। এর বাইরে এ জুটির ‘ইয়ো ইয়ো জামাই’, ‘মিস্টার বুদ্ধিমান’, ‘এক পায়ে জুতা’, ‘অস্বীকার’, ‘আদরে থেকো’ নাটকগুলো ছিল আলোচনায়। হিমি কমেডির বাইরেও এবার ঈদে একাধিক সিরিয়াস নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। এদিকে এখনই শুটিংয়ে ফিরছেন না এ অভিনেত্রী। কানাডায় আরও প্রায় এক মাস থাকবেন তিনি। সবমিলিয়ে প্রায় দেড় মাসের ছুটিতে রয়েছেন। হিমি বলেন, দেশে অনেক গরম। প্রতিদিনই নাকি গরম বাড়ছে। আর কানাডায় তুমুল ঠাণ্ডা। তবে বেশ ভালো লাগছে। কারণ সচরাচর আমার এত লম্বা ছুটিতে আসা হয় না। হয়তো শুটিংয়ে গিয়েছি বিভিন্ন দেশে। কিন্তু এবারই মাকে নিয়ে আসলাম। আমার ভাই এখানে থাকে। খুব উপভোগ করছি সময়টা। হিমি আরও বলেন, মাঝেমধ্যে লাইভে আসছি, ছবি তুলছি। তবে আমি সত্যি বলতে রিলস, ছবি কিংবা ভিডিওর চাইতে বেশি উপভোগ করি সময়টা ঠিকভাবে কাটাতে। এসব করলে এনজয় করা যায় না। এদিকে হিমি জানান, আগামী মাসের শেষের দিকেই দেশে ফিরবেন। আর ফিরেই কোরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।  

 

 

 

 

 

পাঠকের মতামত

হিমিকে আমার অনেক ভালো লাগে।

শাহিন
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৫ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status