ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

সেই মহসিন শেখ বাংলাদেশের দায়িত্বে!

স্পোর্টস রিপোর্টার
২২ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

গেল বছর লাহোরে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ ঘিরে হঠাৎ করেই ওঠে বিতর্কের ঝড়। সেই ম্যাচের শেষ দিকে হিসাব না বুঝে আফগানদের ম্যাচ হারার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল তখন। আর যার ভুলে এত বড় ‘সর্বনাশ’ আফগানিস্তানের, তাদের সেই কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখই এবার বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী দায়িত্ব পেয়েছেন। গেল বছর আফগানদের দায়িত্ব হারানোর পর তাকে টাইগারদের নিউজিল্যান্ড সফরে খণ্ডকালীন দায়িত্ব দেয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার ব্রিসবেন প্রবাসী এই অ্যানালিস্টকে তখন তড়িঘড়ি করেই টাইগারদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে বলেই জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সামনের সিরিজ থেকে পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করবেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দৈনিক মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যা, মহসিন শেখকেই আমরা দুই বছরের জন্য নিয়োগ দিয়েছি। কাল (আজ)  সে বাংলাদেশে আসবে।

বিজ্ঞাপন
দলের সঙ্গে যোগ দিবেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকেই তিনি কাজ শুরু করবেন অনুষ্ঠানিকভাবে।’ 

৭ মাস আগে  এশিয়া কাপ শেষ হলেও আফগানিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচের খল নায়ক হিসেবেই আফগানদের কাছে পরিচিত তিনি। সেই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা পেত দলটি। কিন্তু জয়ের পথে থাকা দলটি তীরে এসে তরি ডোবায়। সেটিও উইকেট বিলিয়ে নয়, নেট রানরেটের হিসাব ভুল করে। যার জন্য পুরোপুরি দায় ছিল মহসিন শেখের। কারণ তার কাজই হচ্ছে ম্যাচের গাণিতিক হিসাবের খুঁটিনাটি পরীক্ষা করা। কিন্তু তিনি সঠিক তথ্য দিতে না পারায় পরে সেই ভুলের মাশুল দিতে হয়েছে জয়ের পথে থাকা মোহাম্মদ নবী-রশিদ খানদের।  অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার পরিচয় বিপিএলের নবম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। সেবার তিনি দলটির অ্যানালিস্টের দায়িত্ব পালন করেন। তবে শেষ দিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিদায় দেয় চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি। এরপর গেল বছর দশম আসরে তিনি কাজ করেন বিপিএলের খুলনা টাইগার্সের হয়ে। সবমিলিয়ে কয়েক বছরে তিনি টাইগার ক্রিকেটের সঙ্গে গড়ে তুলেছেন সখ্যতা। 

গত বছর নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে কাজ করার পর এবার পূর্ণাঙ্গ মেয়াদে বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব পেলেন মহসিন শেখ। আগামী দুই বছর তিনি কাজ করবেন নাজমুল হোসেন শান্ত বাহিনীর সঙ্গে। তার নিয়োগের বিষয়ে জালাল ইউনুস আরো বলেন, ‘এর আগেও আমাদের সঙ্গে কাজ করেছে সে। এবার তার সঙ্গে দুই বছরের চুক্তি করা হয়েছে।’ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৩রা মে শুরু হবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আগামী রোববার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে। শেষ দুটি হবে মিরপুরে। জানা গেছে, আগামী ১লা মে ২০২৪ থেকে ৩০শে এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। গত বছরের বিশ্বকাপের পর থেকে স্থায়ী কোনো অ্যানালিস্ট ছিল না বাংলাদেশের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক জাতীয় ক্রিকেটার নাসির আহমেদ।

অ্যানালিস্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা মহসিন শেখের। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। কাজের সুবাদে সে দেশের নাগরিকত্ব পান মহসিন। বিগ ব্যাশ লীগে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০০৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের সঙ্গে ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান।  পিএসএলেও তিনি কাজ করেছেন ভিন্ন ভিন্ন সময়ে। বাংলাদেশের আগে সবশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন তিনি। গত বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপে আফগানদের অ্যানালিস্ট ছিলেন তিনি। জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন মহসিন শেখকে তার অভিজ্ঞতার বিবেচনাতেই দায়িত্ব দেয়া হয়েছে। অনেক বছর ধরে এই কাজে থাকায় তার প্রায় সবদেশের ক্রিকেটারদের সম্পর্কে ধারণাও বেশ জোরালো। যদিও আফগানিস্তানের হয়ে অ্যানালিস্ট থাকা অবস্থায় তার করা ভুল নিয়ে তিনি মুখ খুলতে রাজি হননি! 
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status