শিক্ষাঙ্গন
বরিশাল বিশ্ববিদ্যালয়েও হবে অনলাইন ক্লাস
ববি প্রতিনিধি
(৫ মাস আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৬:২১ অপরাহ্ন
তীব্র তাপপ্রবাহের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত অনলাইন ক্লাস এবং পরীক্ষা সশরীরে হবে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম জানান, তীব্র তাপদাহের কারণে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত সকল ক্লাস অনলাইনে হবে এবং শিক্ষার্থীরা যেন সেশনজটে না পরে তাই পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ যথারীতি চলমান থাকবে।
উল্লেখ্য, এরআগে প্রচন্ড দাবদাহের কারণে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।