শিক্ষাঙ্গন
প্রচণ্ড দাবদাহে অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত ঢাবির
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ২১ এপ্রিল ২০২৪, রবিবার, ৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪১ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের কারণে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে এসময় চলমান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, প্রবহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। তবে এ ক্ষেত্রে কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে যেতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো।