ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সেমিফাইনালের প্রথম লেগে নিষিদ্ধ এমি মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪২ অপরাহ্ন

mzamin

উয়েফা কনফারেন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না এমিলিয়ানো মার্টিনেজ। হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলরক্ষককে।

প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার দুটি হলুদ কার্ড দেখেন মার্টিনেজ। ফরাসি দল লিলের বিপক্ষে এদিন ম্যাচ চলাকালীন সময়ক্ষেপণের দায়ে তাকে প্রথম দফায় হলুদ কার্ড দেখানো হয়। পরে টাইব্রেকারে শট ঠেকিয়ে লিলের দর্শকদের দিকে নানারকম ভঙ্গি করতে দেখা যায় মার্টিনেজকে। প্রতিপক্ষের শট নিতে আসা ফুটবলারদের মনোযোগে চিড় ধরাতেও বিচিত্র সব কাণ্ড করতে থাকেন তিনি। রেফারি তাকে প্রথমে সতর্ক করে দেন। তাতেও না থামায় পরে হলুদ কার্ড দেখানো হয় তাকে। তবে নিয়ম অনুযায়ী মূল ম্যাচের হলুদ কার্ড বিবেচনায় নেওয়া হয় না টাইব্রেকারের ক্ষেত্রে। দুটি হলুদ কার্ডেও তাই লাল কার্ড দেখতে হয়নি মার্টিনেজকে। পেনাল্টি শুটআউটে লিলের দুটি শট ঠেকিয়ে দিয়ে ভিলাকে ৪-৩ গোলের জয় এনে দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

বিজ্ঞাপন
তাতে ১৯৮২ সালের পর প্রথমবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ চারে পা রাখে ইংলিশ ক্লাবটি।

এদিনের কার্ডের জন্য অবশ্য নিষেধাজ্ঞা পাননি মার্টিনেজ। শেষ আটের প্রথম লেগেও একটি হলুদ কার্ড দেখেছিলেন তিনি। সবমিলিয়ে তিন দফায় হলুদ কার্ড পাওয়ায় তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। সেমিফাইনালে অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস। শেষ চারের লড়াইয়ের প্রথম লেগে দুই দল মুখোমুখি হবে আগামী ২রা মে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ৯ই মে।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status