অনলাইন
প্রথম পতাকার নকশাকারদের অন্যতম শিব নারায়ণ দাশ আর নেই
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রদের পক্ষে পতাকা উড়িয়েছিলেন ছাত্রনেতা তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রবসহ অন্য নেতারা। দেশ স্বাধীনের আগে এই পতাকার নকশাকারদের অন্যতম ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
শিব নারায়ণ দাশের একমাত্র ছেলে অর্ণব আদিত্য দাশ তার ফেসবুকে জানিয়েছেন, তার বাবা সকাল ৯টা ২৫ মিনিটে মারা গেছেন। তিনি তার বাবার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন। জাতীয় পতাকার সবুজ জমিনে বাংলাদেশের যে হলুদ মানচিত্রটি ছিল, তা অঙ্কন করেছিলেন শিব নারায়ণ দাশ।
পাঠকের মতামত
রায়হান ফেরদৌস নকশাদার ছিলেন অন্য কেউ নয়।
শিবনারায়ন দাশ নকশাকারদের একজন নয়। রায়হান ফিরদৌস মধুভাই সহ অন্যান্য ছাত্রনেতারা নকশাকার ছিলেন। শিবনারায়ণ তাঁদের নির্দেশনায় ডিজাইন নিয়ে দর্জিবাড়ি থেকে সেলাই করিয়েছেন। বাকীটা গালগল্প। মধুভাই এখনো জীবিত। তিনি বিস্তারিত জানাতে পারেন। পতাকা নিয়ে মিথ্যাচারের অবসান দরকার। হাঁ, শিবনারায়ন ভালো গল্প ফাঁদতে পারতেন। চট্টগ্রামে ছাপাখানা জগতে চাকুরি করেছেন, একটি নাট্য গ্রুপেও ছিলেন কিছু দিন। সেই আদম মিডিয়ার বদৌলতে কেমনে পতাকার ডিজাইনার হয়ে গেল - ভাবতে অবাক লাগে!!!
Very sad. The generation will remember him.