ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

কুল বিএসপিএ অ্যাওয়ার্ড

বর্ষসেরার তালিকায় শান্ত ইমরানুর ও রাকিব

স্পোর্টস রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার
mzamin

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)-এর বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিনের সঙ্গে আছেন নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি। এই দুই বিভাগের বিজয়ীর নাম রোববার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এছাড়া বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, বর্ষসেরা নারী ক্রিকেটার ফারজানা হক পিংকি, বর্ষসেরা ফুটবলার রাকিব হোসেন, বর্ষসেরা অ্যাথলেট ইমরানুর রহমান, সেরা বক্সার সেলিম হোসেন, সেরা শুটার কামরুন নাহার কলি, সেরা টেবিল টেনিস খেলোয়াড় রামহিম লিয়ন বম, উদীয়মান ক্রীড়াবিদ শেখ মোরসালিন (ফুটবল), বর্ষসেরা দল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, সক্রিয় সংস্থা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ, বিশেষ সম্মাননা মনজুর হোসেন মালু, তৃণমূল সংগঠক মোয়াজ্জেম হোসেন (ভারোত্তোলন) ও সেরা সংগঠক মনোনীত হয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৮জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা ড. জেসমিন জামান ও বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status