ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মুখোমুখি অবস্থানে মেরিনার্স মোহামেডান

স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

হকির নীল টার্ফের উত্তেজনা বেরিয়ে এসেছে বাইরেও। মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতাহাতি হলেও এবার বাইরে কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে মেরিনার্সের বিরুদ্ধে। সূত্রে জানা গেছে, রোববার লীগে মোহামেডান ও মেরিনার্সের মধ্যকার খেলার সময় হকি ফেডারেশনের কার্যালয়ে অতর্কিত হামলার শিকার হন সাদা কালোদের সহকারী ম্যানেজার সোহেল রানা। এমন অভিযোগ করে বুধবার দুপুরে লীগ কমিটির কাছে চিঠি দিয়েছে মোহামেডান। এদিকে মোহামেডান ও ঊষার মধ্যে হওয়া সুপার লীগের মঙ্গলবারের ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে মেরিনার্স।  সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচটাকে পাতানো উল্লেখ করেছেন ক্লাবটির এক কর্মকর্তা। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ম্যাচের গোলের হাইলাইটস। যেটাতে ৬-৫ গোলে জিতে মোহামেডান ভালোভাবেই জিইয়ে রেখেছে শিরোপার স্বপ্ন। মোহামেডানের চিঠির অভিযোগে জানা যায়, ওই দিন ফেডারেশনের সামনে মেরিনার্সের অফিসিয়াল ও হকি ফেডারেশনের সদস্য নাসিম রেজা মিজানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন বিনা উস্কানিতে মোহামেডানের সহকারী হকি ম্যানেজার সোহেল রানার ওপর অতর্কিত হামলা চালায়। 

তদন্তপূর্বক দোষীদের শাস্তি না দিলে হকি কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেবে। সোহেল রানার লাঞ্ছিত হওয়ার বিষয়ে মোহামেডানের সভাপতি জেনারেল মোহাম্মদ আবদুল মুবীনের (অব.) সই করা চিঠি দেখা যায় মঙ্গলবার দুপুর ১টা ১১ মিনিটে ফেডারেশনের রিসিভ কপি থাকলেও লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ অবশ্য চিঠি পাওয়ার বিষয়ে অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন
এদিকে তিন হলুদ কার্ডে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। ফলে প্রিমিয়ার হকি লীগে শুক্রবার আবাহনীর বিপক্ষে অঘোষিত ফাইনালে খেলতে পারবেন না তিনি। দুটি বিষয়কে একই সূত্রে গাঁথা বলে মনে করছেন মোহামেডানের হকি কমিটির ম্যানেজার আরিফুল হক প্রিন্স। তিনি বলেন, ‘মোহামেডানের সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। অথচ প্রিমিয়ার হকিতে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পরিকল্পিতভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়া রোববার ফেডারেশনের কার্যালয়ে মেরিনার্সের কর্মকর্তা অতর্কিত হামলা চালায় আমাদের সহকারী ম্যানেজার সোহেল রানার উপর। দুটি বিষয় একই সূত্রে গাঁথা। এ বিষয়ে আমরা লীগ কমিটির কাছে চিঠি দিয়েছি। জিমির সাসপেনশন প্রত্যাহার এবং সোহেল রানার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে হকি সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে আমরা বিরত থাকব।’

 অপরদিকে মঙ্গলবার ঊষা মোহামেডান ম্যাচ নিয়ে মেরিনার্সের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে “প্রকাশ্যে পাতানো ম্যাচ”- শিরোনামে লিখেছে মোহামেডানের ছয় গোলের চারটিতেই ছিল ঊষার গোলরক্ষক অসীম গোপের ‘একক কৃতিত্ব’। মেরিনার্স আরও দাবি করে, ম্যাচ চলাবস্থায় সাইড লাইনে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্সকে ঊষার ম্যানেজারের (রফিকুল ইসলাম কামাল) নাম ধরে চিৎকার করে বলতে শোনা যায়, ‘ওই ....কি করতেছো, ফোন পাওনি?’ উত্তরে ঊষার ম্যানেজারকে বলতে শোনা যায়, ‘দেখতেছি, একটু দাঁড়া।’ এছাড়া আরো কিছু ইঙ্গিত থেকে ম্যাচটিকে পাতানো দাবী করেছে মেরিনার্স। যেমন- ম্যাচের শেষ ৪ মিনিটে যখন ২ গোল করে ঊষা টপ গিয়ারে, মোহামেডান বেকায়দায়, তখনই দিনের সেরা পারফর্মার ঊষার ভারতীয় খেলোয়াড়কে তুলে নেয়া হয় মাঠ থেকে। হকি নিয়ে এসব নোংড়ামি বন্ধের দাবীও জানায় মেরিনার্স সেই পোস্টে। এই পোস্টের সঙ্গে সহমত পোষণ করে ক্লাবটির সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানা বলেন, ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নয়, সাবেক একজন হকি খেলোয়াড় হিসেবে আমার কাছে অসীমের মতো একজন অভিজ্ঞ গোলরক্ষকের এমন গোল হজম দৃষ্টিকটু লেগেছে। এর বাইরের অনেক ইঙ্গিতের কারণে ম্যাচটি নিয়ে সন্দেহ হচ্ছে অনেকের।’ আসলে দিন যত ঘনিয়ে আসছে তিন দল মাঠের বাইরেও চেষ্টা করছে একে অপরকে ঘায়েল করার। তারই অংশ হিসেবে মোহামেডান-ঊষা ম্যাচকে নিয়ে প্রশ্ন তুলেছে মেরিনার্স। তাদের তোলা প্রশ্ন অবান্তর দাবি করেছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। মেরিনার্সও মনে করছে রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য হুমকি ধামকি দিচ্ছে মোহামেডান।  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status