ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

‘আমরা বার্সা, আমরা তিন-চার গোল করতে পারি,’ হ্যাটট্রিকের পর হুঙ্কার লেভানডোভস্কির

স্পোর্টস ডেস্ক

(২ সপ্তাহ আগে) ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৬ অপরাহ্ন

mzamin

শুরুতে এগিয়ে গেলেও গোলরক্ষক আন্ড্রে টের স্টেগেনের ভুলে দ্রুতই গোল হজম করে বার্সেলোনা। কিছুক্ষণ পর পিছিয়েও পড়ে কাতালান ক্লাবটি। প্রথমার্ধ পিছিয়ে থেকে শেষ করা দলটিকে চোখ রাঙাচ্ছিলো আরেকটি পরাজয়। তবে এরপর রবার্ট লেভানডোভস্কির বীরত্বে শেষ পর্যন্ত ঘটনাবহুল ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল। 

সোমবার ঘরের মাঠে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারায় বার্সা। হ্যাটট্রিক করেন পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে জিরোনা। ৪৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভালেন্সিয়া। আর সমান ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শিরোপার খুব কাছে রিয়াল মাদ্রিদ। ফারমিন লোপেসের গোল ২২ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।

বিজ্ঞাপন
এরপর ২৭তম মিনিটে সেটা শোধ করে ৩৮তম মিনিটে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায়নি তারা। বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন জিওর্জি মামারদাশভিলি। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে দাপট দেখায় বার্সেলোনা। এই অর্ধেই তিনটি গোল করেন লেভানডোভস্কি। ৪৯তম মিনিটে সমতায় ফেরানোর পর ৮২তম মিনিটে বার্সাকে লিড এনে দেন তিনি। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময় দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে লা লিগায় নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৫ বছর বয়সী এই পোলিশ ফরোয়ার্ড। 

ম্যাচ শেষে লেভানডোভস্কি হুঙ্কার দিয়ে বলেন, ‘আমরা খুশি যে তিন পয়েন্ট পেয়েছি। যদিও ম্যাচে সবকিছু সবসময় আমাদের পরিকল্পনা মতো হয়নি। তবে এটা ফুটবল। প্রতিপক্ষও শক্তিশালী ছিল। আমাদের কাজটা সহজ ছিল না। প্রথমার্ধে ওরা খুব বেশি জায়গা দেয়নি আমাদের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, বিশ্বাস রাখা। আমরা বার্সা এবং আমরা জানি যে, যদিও আমরা দুই গোল খেয়েছি, তিন-চার গোল আমরা করতে পারি।’ যদিও দুই গোলে পিছিয়ে পড়াটা আদর্শ কিছু নয়, মানছেন এই স্ট্রাইকার। তবে ঘুরে দাঁড়াতে পারাটাই তার কাছে গুরুত্বপূর্ণ। লেভানডোভস্কি বলেন, ‘অবশ্যই দু’টি গোল আমাদের হজম করা উচিত হয়নি। তবে ফুটবলে এরকম হতেই পারে। আমরা জানতাম, আরও গোল আমরা করতে পারি। ১-০ গোলে জয়ের চেয়ে ৪-২ গোলের জয়ই আমার কাছে বেশি ভালো লাগে।’ এর আগের ম্যাচের রিয়ালের মাঠে হার বার্সেলোনাকে শিরোপা দৌড় থেকে ছিটকে দিয়েছে। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল। তবে সেসব ভুলে এখন মৌসুমটা ভালোভাবে শেষ করতে চান লেভানডোভস্কি। তিনি বলেন, ‘এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে আমাদের। দলের পয়েন্ট কতো, এটা এখন গুরুত্বপূর্ণ নয়। আমাদের মানসিকতা এখন এমনভাবে গড়ে নিতে হবে যে, প্রতিটি ম্যাচই যেন আমরা জিততে পারি এবং আগ্রাসী ফুটবল খেলতে পারি। সামনের সব ম্যাচই জয়ের চেষ্টা করবো। গত দুই ম্যাচ আমাদের ভালো কাটেনি। জিততে পারিনি। আজকে আমরা ভালো খেলেছি এবং এখন জিরোনা ম্যাচ নিয়ে ভাববো আমরা।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status