ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

৩৯ ক্রিকেটার নিয়ে হবে ফিটনেস পরীক্ষা

স্পোর্টস রিপোর্টার
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও সেই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। তবে দল ঘোষণার আগে হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। এদিকে দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপের জন্যও বাংলাদেশ দল নিজেদের প্রস্তুত করতে শুরু করেছে। ইতোমধ্যে ভিসা কার্যক্রমও শেষ করেছে বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজের আগে ফিটনেস টেস্টে অংশ নেবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা ক্রিকেটারসহ ওয়ানডে এবং টেস্ট দলের ক্রিকেটাররাও। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সেই ফিটনেস টেস্টে অংশ নেবেন সবমিলিয়ে ৩৯ ক্রিকেটার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেই সূত্র আরো জানিয়েছে, ক্রিকেটাররা দিবেন ইয়ো ইয়ো টেস্ট।

বিজ্ঞাপন
এছাড়া ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, থাকছে আরো নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ভেন্যু চূড়ান্ত না হলেও জানা গেছে মিরপুর শেরেবাংলার ইনডোরে শনিবার সকাল থেকেই শুরু হতে পারে এই ফিটনেস টেস্ট। এদিকে অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ২২শে এপ্রিল বাংলাদেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ ফেরার পর নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠক করেই তবে ঘোষণা হবে জিম্বাবুয়ে সিরিজের দল। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন কয়েকজন ক্রিকেটার। সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিনও ফিরতে যাচ্ছেন আসন্ন এই সিরিজ দিয়ে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম তিন ম্যাচ। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ই মে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হিউস্টনে হবে সেই সিরিজ। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ব্যস্ততা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status