ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

জালিয়াতির মাধ্যমে ১৪ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ ব্যাংকের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শাখার ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

আসামিরা হলো- ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার সজল কুমার মজুমদার, অফিসার অসীম বৈদ্য ও শেখ নাজমুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংক টুঙ্গীপাড়া শাখার ১৪ জন সদস্যের ঋণ হিসাবে দেখানো ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা আত্মসাৎ করেছেন। যার মধ্যে ১৩ জন গ্রাহকের ২ লাখ ৪৯ হাজার ৬১২ টাকা ঋণ বিতরণ দেখিয়ে গ্রাহকদের স্বাক্ষর গ্রহণ করলেও সেই অর্থ পাননি গ্রাহকরা। অন্যদিকে একজন গ্রাহকের ঋণের ২০ হাজার টাকা আদায় করেও ব্যাংকে জমা দেননি আসামিরা।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status