ঢাকা, ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

গুচ্ছের ‘এ’ ইউনিটে উত্তীর্ণ ৫০৭৬০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১ মে ২০২৪, বুধবার

 গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৭৬০ জন। গতকাল বিকালে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (মংঃধফসরংংরড়হ.ধপ.নফ) ফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. নাছিম আখতার জানান, ‘এ’ ইউনিটে এবার পাসের হার ৩৩.৯৮ শতাংশ। বাকিরা ভর্তি পরীক্ষায় ৩০ এর কম পেয়েছেন। এ ছাড়া ৮৪টি খাতা বাতিল হয়েছে। ভিসি নাছিম আখতার বলেন, সর্বোচ্চ ৭৭.২৫ নম্বর পেয়ে ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি করা রেদোয়ানুল হক মারুফ। সর্বনিম্ন নম্বর হচ্ছে মাইনাস ১৮.৭৫। গত ২৭শে এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

বিজ্ঞাপন
এই পরীক্ষায় ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন আবেদনকারী পরীক্ষায় অংশগ্রহণ করেন।  আগামী ৩রা মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ই মে শুক্রবার ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status