দেশ বিদেশ
দুর্ঘটনার পর এক ঘণ্টা বেঁচে ছিলেন খতিব হাশেম
মানবজমিন ডেস্ক
২১ মে ২০২৪, মঙ্গলবারইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এর আরোহী খতিব মোহাম্মদ আলি আল-হাশেম এক ঘণ্টা পর্যন্ত বেঁচে ছিলেন। এ সময়ে তিনি প্রেসিডেন্টের অফিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেন। কিন্তু সফল হয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, খতিব হাশেম তিবরিজে শুক্রবার জুমার নামাজের ইমাম। তিনিও ওই হেলিকপ্টারে ছিলেন। তা বিধ্বস্ত হয়ে আরোহীদের সবাই মারা যান। তার মধ্যে খতিব হাশেম এক ঘণ্টা বেঁচেছিলেন। এই তথ্য দিয়েছেন ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামি।