ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সুজনও চেয়েছিলেন ডিপিএল নয় আইপিএল খেলুক তাসকিন

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৪, বুধবারmzamin

মোস্তাফিজুর রহমান যেখানে আইপিএল খেলছেন, সেখানে ঢাকা প্রিমিয়ার লীগ খেলে বেড়াচ্ছেন তাসকিন আহমেদ। অথচ অনাপত্তিপত্র পেলে তাসকিনেরও খেলার কথা ছিল ভারতীয় লীগে। কিন্তু বিশ্রামের অজুহাতে তাকে দেয়া হয়নি আইপিএল-এ খেলার অনুমতি। অথচ অদৃশ্য সুতার টানে ঢাকা প্রিমিয়ার লীগে নিয়মিত খেলানো হচ্ছে তাকে। যদিও বিষয়টি ভালো চোখে দেখেননি আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে ঢাকা প্রিমিয়ার লীগ নয়, তাসকিনকে আইপিএল খেলতে দিলেই ভালো হতো। 
ঢাকা প্রিমিয়ার লীগে তাসকিন এখন পর্যন্ত ৪৯ ওভার বল করেছেন। উইকেট নিয়েছেন ১২টি। এর আগে বিপিএল-এও টানা খেলেছেন। জাতীয় দলকে গুরুত্ব দিয়েই ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিশ্রামের কথা বলেছিল বিসিবি। বিশ্রামের কথা বলেই আইপিএল’র অনাপত্তিপত্র দেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে পেস বিভাগকে নেতৃত্ব দেয়া বোলারকে নিয়ে বিসিবি’র সাবধানী মনোভাব, মেলেনা বাস্তবতার সঙ্গে। আবাহনীর হয়ে টানা খেলছেন। সবশেষ প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন তাসকিন। মাঠ ছেড়েছেন সতীর্থের কাঁধে ভর করে। তবে খুব বেশি ভয়ের কিছু নেই। এসব কারণ বিবেচনায় ঢাকা প্রিমিয়ার লীগে নয়, তাসকিনকে আইপিএল-এ খেলার পক্ষে ছিলেন সুজন। বিসিবি’র এই পরিচালক বলেন, ডিপিএল-এ সে সপ্তাহে মাত্র দু’টি ম্যাচ খেলছে। ১২০ বল করছে। মাঝে-মধ্যে কমও করতে হচ্ছে। এক সপ্তাহে যা ঠিক আছে। তবে আমার মতে এখানে খেলার  চেয়ে আইপিএল খেলতে দিলে ওর বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো হতো। কারণ আইপিএল অনেক বড় একটা আসর। সেখানে খেলার অভিজ্ঞতা ওর জন্য ভালো হতো।’ ইনজুরির সঙ্গে পেসারদের আজন্ম বন্ধুত্ব। ব্যতিক্রম নন তাসকিনও। ২০১৪ সালে অভিষেকের পর থেকে পাল্লা দিয়ে বাড়ছে তাসকিনের ইনজুরি। বর্তমানে কাঁধের অবস্থা এতোটাই খারাপ সার্জারি করলে মাঠের বাইরে থাকতে হবে অন্তত এক বছর। এমনকি শেষ হয়ে যেতে পারে ক্যারিয়ারও। তাই তো ওয়ার্কলোড ম্যানেজ করেই ম্যাচ খেলার কথা তাসকিনের। কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা ঠিকঠাক মানা হচ্ছে কি? চলতি মাস অর্থাৎ এপ্রিলে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন তাসকিন। তিন টি-টোয়েন্টি আর পাঁচটা ৫০ ওভারের ম্যাচে তাসকিন বোলিং করেছেন ৫৫ ওভার। সব ঠিক থাকলে শনিবার আরও একটা ওয়ানডে ম্যাচ খেলবেন আবাহনীর জার্সিতে। বিশ্বকাপের বছর এমন পরিসংখ্যান তাসকিনের জন্য রীতিমতো ভয়াবহ। এখানেই শেষ নয়। আবাহনী যে সুপার সিক্সে উঠছে তা নিশ্চিত। অর্থাৎ, সবঠিক থাকলে আকাশী-নীল জার্সিতে আরও কিছু ম্যাচ খেলবেন তাসকিন। অথচ একাধিকবার আইপিএল-এ সুযোগ মিললেও তাসকিনের অনাপত্তিপত্র মেলেনি বিসিবি’র কাছ থেকে। ২০২২ সালে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পর এবার তাসকিনকে নিতে আগ্রহ প্রকাশ করেছিল কলকাতা আর পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। যদিও বিসিবি আগেই বিসিসিআইকে জানিয়ে দেয় তাসকিনকে ছাড়পত্র দেবে না তারা। একই কারণে দল পেয়েও খেলা হয়নি পিএসএল কিংবা এলপিএল-এ। যে বিশ্রামের অযুহাতে টি-টোয়েন্টি খেলতে অনাপত্তিপত্র দেয়া হয়নি তাসকিনকে, ঠিক একই সময়ে কোন এক অদ্ভুত সুতার টানে সেই তাসকিন এখন খেলছেন ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লীগ। ডিপিএল-এ টানা ম্যাচ খেলতে গিয়ে তাসকিন যদি ইনজুরিতে পড়েন, বিশ্বকাপের ঠিক আগে সে দায় কার- সে প্রশ্ন তোলাই রাইলো।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status