ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সহজ জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

লড়াইটা ছিল বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণভাগ বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রক্ষণভাগের। পুরান ঢাকার দলটি বেশিক্ষণ পারলো না রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে। সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠলো অস্কার ব্রুজনের দল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে গতকাল কোয়ার্টার-ফাইনালে ২-০ গোলে জিতেছে কিংস। প্রতিযোগিতার দুইবারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে দুই গোলদাতা সোহেল রানা ও এমফন উদোহ। ঈদুল ফিতরের বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরলো শীর্ষ পর্যায়ের ফুটবল। অবশ্য ঈদের আগেই শিরোপাধারী মোহামেডান নিশ্চিত করেছিল সেরা চারে খেলা। এবার করলো কিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যের আগামী ৩০শে এপ্রিলে অনুষ্ঠেয় চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী দল। এদিন কিংসের আগ্রাসী আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে ২৪তম মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন
রবসন দি সিলভা রবিনিয়ো বক্সে ঢুকে বুদ্ধিদীপ্ত পাসে বক্সের প্রান্ত থেকে সোহেল রানা বাম পায়ের জোরালো শটে সে প্রতিরোধ ভাঙেন। গোলরক্ষক মামুন আলিফ ঝাঁপিয়েও পাননি বলের নাগাল। একটু পর এমফন উদোহর শট আটকে ব্যবধান বাড়তে দেননি আলিফ। বিরতির আগে সমতার স্বস্তি সঙ্গী হতে পারতো ২০২১-২২ মৌসুমের রানার্সআপ রহমতগঞ্জের। কিন্তু ৪২তম মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসা কনির বক্সে ঢুকে জোরালো শট সরাসরি আসায় আটকে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিংস। রবিনিয়োর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে উদোহ আগুয়ান আলিফের মাথার উপর দিয়ে চিপ শটে বল জড়িয়ে দেন জালে। তাতে ম্যাচ হেলে পড়ে কিংসের দিকে। এরপর কেবল ঘড়ির কাঁটা ঘুরেছে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ব্যবধান বাড়াতে মরিয়া ছিল না কিংস। অন্যদিকে রহমতগঞ্জও পারেনি অভাবনীয় কোনো চমক দেখাতে। আগামী মঙ্গলবার আরেক কোয়ার্টার ফাইনালে শেখ জামালের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। এই ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status