বিনোদন
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নিপুণ
স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৪, বুধবারআগামী ১৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। চলতি বছর নিপুণ-মাহমুদ কলি ও মিশা-ডিপজল এই দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নির্বাচনে। এদিকে সোমবার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন নিপুণ। তিনি বলেন, এফডিসিতে মানুষের আনাগোনা দেখে বলা যায়, উৎসবমুখর পরিবেশেই প্রচারণায় নেমেছি। নির্বাচনের পরিবেশ খুব ভালো। দুই প্যানেলেই সবাই আসছে। সবমিলিয়ে, নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট।
চলচিত্রে কাজ করলে বিয়ে লাগে না, চলচিত্রের নায়িকাদের স্বামী ছাড়া বাচ্ছা হয় এমন ঘটনা বহু আছে। বিয়ে করে নায়িকারা একজনের ভিতর আবদ্ধ থাকতে চায় না। তারা স্বাধীন ভাবে বহু পুরুষের সাথে জীবন যাপন করতে ভাল বাসে।
নিপুন আপা, তুমিতো মুসলমান। তুমি পর্দা করতে পার না। তুমি কেন হাতা কাটা ব্লাউজ পড়। তাছাড়া তুমি অবিবাহিত মেয়ে হিসেবে তোমার ইসলামিক মাইন্ডে চলাচল করা উচিৎ।