খেলা
যে কারণে বড় ধরণের সমস্যায় আছেন গার্দিওলা
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৪, শনিবার, ১:১১ অপরাহ্ন
.jpeg)
গত মৌসুমে প্রথমবারের মতো ট্রিপল জেতে ম্যানচেস্টার সিটি। যেখানে ছিল ইংলিশ প্রিমিয়ার লীগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লীগ। এবারও প্রত্যেকটা শিরোপা দৌড়ে টিকে আছে তারা। তবে এরই মধ্যে গার্দিলাকে ঘরে ধরেছে দু:শ্চিন্তা। এমনকি তার মতে তারা বড় সমস্যার ভিতর রয়েছে।
গার্দিওলা বলেন, ‘আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোয় আমরা ক্লান্ত হয়ে পড়ব। (আজ) আমরা ঠিক করব, আমাদের কি করতে হবে।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর দলের অন্যতম ক্লান্তির বিষয়টি সামনে আনেন মিডফিল্ডার রদ্রি।
রদ্রির সেই কথার জবাবে গার্দিওলা বলেন, ‘আমাদের খেলাগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন। বিষয়টা সরল। যে মানের খেলা সে খেলে, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আপনার যদি এমন খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, সে খেলবে না।’