ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

খোকনের দায়িত্ব গ্রহণ নিয়ে আইনজীবী ফোরামের জরুরি সভা

স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০২৪, সোমবার
mzamin

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সুপ্রিম কোর্ট বারের সভাপতির দায়িত্ব গ্রহণ এবং বিএনপি’র জ্যেষ্ঠ আইনজীবীদের বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের অভিযোগে  বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক জরুরি সভা করেছে। শনিবার গুলশানস্থ বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে ফোরামের এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপি’র ভাইস চেয়ারম্যান এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট নিতাই রায় চৌধুরী, ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিট শাখার সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মাহবুবুর রহমান খান, এডভোকেট মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ নেতৃবৃন্দ। 

সভায় অংশ নেয়া এক নেতা বলেন, প্রাথমিকভাবে বিএনপি’র আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে অনুরোধ জানানোর বিষয়ে সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত হন। সভায় অংশ নেয়া নেতৃবৃন্দ বলেন, তিনি (ব্যারিস্টার খোকন) দলের সমর্থন নিয়ে সভাপতি পদে নির্বাচন করেছেন। দল ও ফোরামের বারণ সত্ত্বেও দায়িত্ব নিয়েছেন। তথাকথিত কিংস পার্টির লোকজনদের সমর্থন নিয়ে দায়িত্ব নিয়েছেন। যে কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে অবহিত করে অনুরোধ জানানো হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন নির্বাচনে বিজয়ী বিএনপি-জামায়াতের সমর্থনে গঠিত নীল প্যানেলের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। ওইদিন দায়িত্ব গ্রহণের আগে দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সমমনা আইনজীবীদের সমর্থন পেতে মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। তবে, এ সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শীর্ষ পর্যায়ের আইনজীবীদের কেউ উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন
সভায় ব্যারিস্টার খোকন শীর্ষ আইনজীবীদের ইঙ্গিত করে তাদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন ফোরামের কয়েকজন আইনজীবী সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করার চেষ্টা করেন।

পাঠকের মতামত

খোকন এর দায়ীত্ব গ্রহণ সঠিক প্রক্রিয়া।শুধু বর্জনই সমাধান নই!সময় এসেছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার।

Md.Abdul Ohab Babul
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ২:১০ অপরাহ্ন

বিএনপি তার নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসবে এটাই প্রত্যাশা করি।‌‌ নির্বাচন বর্জন, সংসদ বর্জন বিএনপিকে জনবিচ্ছিন্ন করে দিচ্ছে।

Andalib
৮ এপ্রিল ২০২৪, সোমবার, ১২:৫৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status