ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ এপ্রিল ২০২৪, রবিবার
mzamin

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য। হরর মুভিতে দেখা এসব বিএনপি’র বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল। বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপি’র ততদিন কোনো সম্ভাবনা নেই।

শনিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেনস্থ ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একটি দৈত্য সবকিছু খেয়ে ফেলছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপি’র নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে। পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কেএনএফ বিদেশি সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাংবাদিকদের এমন প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, তাদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে, পার্শ্ববর্তী দেশে যারা ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
দেখুন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক এমভি আবদুল্লাহ’র নাবিকদের ঈদের আগে কাছে পেতে স্বজনরা আকুল আবেদন জানিয়েছেন, নাবিক ও জাহাজের মুক্তির বিষয়ে আলোচনা কতোটুকু এগিয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রচেষ্টা আছে, সর্বমুখী প্রচেষ্টা পরিচালনা করা হচ্ছে। যারা হাইজ্যাক করেছে তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। এবং নাবিকরা ভালো আছে। তাদের খাবার-দাবারেরও কোনো অসুবিধা নেই, তারা কেবিনে আছে। যেহেতু আলোচনা অনেকদূর এগিয়েছে, আমরা আশা করছি সহসা তাদেরকে মুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, সেই জাহাজের আশেপাশে বিদেশি জাহাজও প্রস্তুত আছে। আলোচনার পাশাপাশি হাইজ্যাকারদের ওপর নানামুখী চাপও রয়েছে। আমরা আশা করছি সহসা জাহাজ এবং নাবিকদের মুক্ত করা সম্ভব হবে। সেইজন্য দিনক্ষণ বলা সম্ভবপর নয়। তবে, এক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। জাহাজে যারা চাকরি করে ঈদের আগে-পরে হিসাব করে তাদের কোনো ছুটি হয় না। তারা যায় ছয় মাস কিংবা একবছরের জন্য। এই জাহাজ যদি হাইজ্যাক নাও হতো তারা ঈদের আগে জাহাজ ছেড়ে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল না।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুতদার চেষ্টা করেছিল বাজারকে অস্থিতিশীল করার। সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপি’র ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, এক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভূমিকা রয়েছে। আমি গণমাধ্যমকে অনুরোধ জানাবো, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে, এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, কোনো কোনো পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।
 

পাঠকের মতামত

হোক, আপনার চিন্তা কি।

হাসান
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:৪৮ অপরাহ্ন

শকুনি মামার দরদ বেশি!

Abdur Razzak
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৩:২৫ অপরাহ্ন

তার কি সমস্যা!?

Sarwar
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ২:৩০ অপরাহ্ন

আঃ, হা রে, বি এন পি র চিন্তায় বেচারার রাত্রে ঘুম হচ্ছে না।

Rafiqul Islam
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ২:২৮ অপরাহ্ন

বি এন পি র জন্য কি মায়া। ওহ। বি এন পি র চিন্তায় উনার ঘুম হচ্ছে না। হায় হায়।

Rafiqul Islam
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ২:২৫ অপরাহ্ন

কিছু লোকের আওয়াজ শুনলেই গাঁ ঝিম ঝিম করে ।

M.S.Rana
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১:১৯ অপরাহ্ন

বিএনপি বিষয়ক মন্ত্রী! সীমান্তে মানুষ হত্যায় প্রতিবাদী ভূমিকা না থাকলেও কথায় কথায় বিএনপি বিএনপি আছে!

আমান
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১২:৩২ অপরাহ্ন

অন্য দলের চিন্তা করে আপনার মুল্যবান সময় নষ্ট করার দরকার কি? স্যার

Farid Uddin Masud
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:৩৬ পূর্বাহ্ন

কিছু নেতা কথা বাস্তবতা বিপরিত কথা বলেন বলে বেশীর ভাগ পাঠকের গা জ্বালা করে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি!

মোঃ আবুল খায়ের
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:২২ পূর্বাহ্ন

মায়ের চেয়ে শকুনি মামার দরদ বেশি!

মোঃ কামরুল হাসান
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৮:১১ পূর্বাহ্ন

আহারে! বিএনপি প্রেমিক। মাছের মায়ের পুত্র শোক।

আমীমুল ইহসান
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৪:৩২ পূর্বাহ্ন

বিএনপ ধ্বংস হলে আপনার সমস্যা কি?

মিলন আজাদ
৭ এপ্রিল ২০২৪, রবিবার, ৩:১১ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status