ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

ফেনীতে লেভেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ

তিন বন্ধুসহ নিহত ৬

ফেনী ও চৌদ্দগ্রাম প্রতিনিধি
৬ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

ফেনীতে রেল ক্রসিংয়ে গেট না ফেলায় মালবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় তিন বন্ধুসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফাজিলপুর রেলস্টেশন ও মুহুরীগঞ্জ রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে মুহুরীগঞ্জ ব্রিজ   ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার জাকির হাসান। নিহতরা হলেন-ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের শাকতলা গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের ছেলে রিফাত (১৬), মোহাম্মদ ইয়াসিনের ছেলে সাজ্জাদ (১৬), নূর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ (২২), বরিশাল জেলার উজিরপুর উপজেলার কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে ট্রাকের চালক মো. মিজান (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা ট্রাকের সহকারী আবুল খায়ের (৪০) ও তার ছেলে আশিক (১৪)। আশিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। ফেনীর রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চিটাগাং মেইল’ ট্রেনটি ফাজিলপুর রেলস্টেশন পার হয়ে মুহুরীগঞ্জের কাছাকাছি পৌঁছায়। এসময় ই/৩২(১) নম্বর রেলক্রসিংয়ের ওপর দিয়ে পার হতে গিয়ে একটি ট্রাক চলন্ত ট্রেনের সামনে পড়ে। ট্রেনের ধাক্কায় ট্রাকটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

 দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রেনটি আবার পেছনের দিকে ফাজিলপুর স্টেশনে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন
পরে বেলা ১১টা ৪৫ মিনিটে ট্রেনটি ফের চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেনীস্থ জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দিকে ঘটনাস্থল থেকে অপর আহত ব্যক্তি আশিক (১৪)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রেললাইনের ওপর পড়ে থাকা ট্রাকটি সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মেইল ট্রেন অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। 

ঘটনার সময় গেটম্যান দায়িত্বরত ছিলেন না বলে জানা গেছে। দুর্ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক আছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’ ঈদের কেনাকাটা হলো না ৩ বন্ধুর: ঈদের কেনাকাটা করতে ১১ বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলস্টেশন থেকে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তারা। পথে ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেলগেটে ক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে দীন মোহাম্মদ (২২), রুহুল আমিনের ছেলে রিফাত (১৭) ও ইয়াছিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (১৭)। এ ছাড়া দুর্ঘটনায় ট্রাকচালক মিজানুর রহমান ও সহকারী আবুল খায়ের এবং আশিক (১৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন । নিহতদের বন্ধু কেফায়েত উল্যাহ বলেন, ঈদের কেনাকাটা করতে চট্টগ্রাম যাওয়ার জন্য শুক্রবার সকাল সাড়ে ৭টায় ট্রেনে ওঠে আমরা ১১ জন চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হই। ফেনী স্টেশনে যাওয়ার পর আমরা সকলে ট্রেনের সিটে বসে পড়ি। স্টেশন ছাড়ার পর দ্বীন মোহাম্মদ, রিফাত ও সাজ্জাদ ট্রেনের ইঞ্জিনের সামনে গিয়ে বসে। ফেনীর ফাজিলপুর এলাকায় একটি বালুর ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে আমাদের ৩ বন্ধুসহ কয়েকজন নিহত হয়েছেন।  নিহত সাজ্জাদের পিতা ইয়াছিন বলেন, সেহেরি খেয়ে তারা বেরিয়ে যায়। সকালে আমি ঘাঁস কাটতে মাঠে চলে যাই। মাঠে থাকা অবস্থায়ই দুর্ঘটনার খবর পাই। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের জানান, আমার এলাকার বেশ কয়েকজন যুবক ও কিশোর ঈদের কেনাকাটা করতে একযোগে ট্রেনে করে চট্টগ্রাম যাচ্ছিল বলে শুনেছি। বিকালে তিন বন্ধুর জানাজা শেষে একই গোরস্থানে দাফন করা হয়েছে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status