ঢাকা, ১৬ জুন ২০২৫, সোমবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

খেলা

যে দুশ্চিন্তার কথা জানালেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২২ পূর্বাহ্ন

mzamin

শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিলেটে ৩২৮ রানের হারের পর চট্টগ্রামে ১৯২ রানে পরাস্ত হলো টাইগাররা। দুই ম্যাচেই টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নজরে পড়েছে। কোনো ম্যাচেই বড় সংগ্রহ করতে পারেননি কোনো ব্যাটার। টাইগার ব্যাটারদের এই রান খরার বিষয়টি নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

সিলেট টেস্টের দুই ইনিংসের কোনোটিতে দুইশ’র কোঠা পেরোতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হওয়া টাইগাররা দ্বিতীয় ইনিংসে থামে ১৮২ রানে। সিলেটে প্রথম ইনিংসে বাংলাদেশের কেউ ফিফটি হাঁকাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে শুধু চার ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্কের কোঠা। এরমধ্যে ৮৭ রান করেন মুমিনুল হক। এরপর চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসটিতে সর্বোচ্চ ৫৪ রান করেন জাকির হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটিং পারফরম্যান্স নজরে পড়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে। এবার ফিফটি হাঁকাতে সক্ষম হন দুই ব্যাটার- মুমিনুল হক (৫০) এবং মেহেদী হাসান মিরাজ (৮১*)। চট্টগ্রাম টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যদি আমাদের ব্যাটিংয়ের দিকে তাকান, লক্ষ্য করবেন সবাই-ই সেট হওয়ার চেষ্টা করেছে। কিন্তু বড় স্কোর করতে পারেনি কেউ। এটাই আমাদের চিন্তার কারণ।’ 

এই সমস্যার সমাধানও জানা আছে শান্তর। তিনি বলেন, ‘আপনি যখন মাঠে থিতু হবেন, তখন আপনাকে বড় স্কোর করতে হবে। (এই সমস্যা দূর করতে) আমাদের আরো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে।’ অধিনায়ক শান্ত নিজেও ছন্দ দেখাতে পারেননি। সিলেটে দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা এই ব্যাটার চট্টগ্রামে প্রথম ইনিংসে আউট হন ১ রানে। দ্বিতীয় ইনিংসে ফেরেন ২০ রান তুলে। দুই ম্যাচ মিলিয়ে শান্তর মোট রান ৩২ রান। 

বোলিংয়ে ছন্দ দেখান চট্টগ্রামে টেস্ট অভিষেক হওয়া হাসান মাহমুদ। দুই ইনিংসে ৬ উইকেট নেন টাইগার পেসার। দীর্ঘ এক বছর পর টেস্টে ফেরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টে নেন ৪ উইকেট। ব্যাট হাতে ১৫ এবং ৩৬ রান করেন। শান্ত বলেন, ‘হাসান মাহমুদ যেভাবে বোলিং করেছে, তা আমাদের জন্য ইতিবাচক। সাকিব ভাইও ব্যাটিং-বোলিং ভালো করেছেন। মিরাজ দুর্দান্ত ব্যাট করেছে।’

পাঠকের মতামত

Mehedy Hasan Miraz should be the Captain..of Test Cricket Team.

Anwarul Azam
৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১:৪৪ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status