অনলাইন
ধৈর্য্য ধরুন, কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়: বেনজীর
মানবজমিন ডিজিটাল
(৮ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৮ অপরাহ্ন
চারদিকে নানা আলোচনা-সমালোচনার মাঝে মুখ খুলেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। সবাইকে সামান্য ধৈর্য্য ধরতে অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্ট থেকে তিনি লিখেছেনঃ
"দু একজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এক্ষুনি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে, কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়।”
প্রায় সাড়ে পাঁচ লাখ ফলোয়ার সমৃদ্ধ বেনজীরের ওই একাউন্টে করা উক্ত পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জাতীয় শুদ্ধাচার প্রাপ্ত পুলিশের অবস্হা যদি এমন হয়, তাহলে বাকি গুলোর অবস্হা কি বুঝতেপারছেেন????
ডালমে কুচ্ছ কালা হে ! বাংলা বলতে তিনি সাচ্ছন্ন বোধ করে না হিন্দি প্রেম জাগরীত হয় । এটা রং নাম্বার ।
আমি বিশ্বাস করিনা। উনি হাজি মানুষ। উনি দূর্নীতি করতেই পারেন না
সত্যের জয় এক দিন হবেই ইনশাআল্লাহ ।
ভাষা আন্দোলন করে শহীদ হয়ে রফিক শফিক জব্বারের কোন লাভ হল না। দেশের মানুষ হিন্দি বলতে ভালবাসে।
এ দেশে নোবেল জয়ী ইউনুস সাহেবের বিচার ও সাজা হয় কিন্তু বেনজিরের মতো কলঙ্কিত পুলিশের কোন বিচার হয় না ।
এতো দেখি ভারতের দালাল। নাকি ভারতীয় নাগরিক। ও যেমন চোর ওর বৌ চোর ওর মেয়ে গুলো চোর।
মক্কার খতিব উনি! মদিনার সনদে রাষ্ট্র পরিচালনাকারীর প্রধান সিপাহসালার! উনার সমন্ধে যা বলা হবে তাই কুৎসা বলে বিবেচিত হইবে!
জো জার্নালিস্ট ভাইলোক আপকি খিলাপ কুৎসা রটাইয়াহে উস্কো আপ ছোড়না নেহি। আপ হে এক ফিরিসতা। আপকি যেসা ফিরিসতাকি নামপে এসা ঝুটা ইজাম হাম নেহি বরদাস্ত কর সাকতেহে। মে হো আপকি সাথে। স্রেফ মুঝে থুরাসা শেয়ার দেনা।
হা হা হা
বেনজিরের ভারত প্রীতি তার কথায় ফুটে উঠলো। হায়রে ভারত প্রেম!
উনি বাংলাদেশের একজন বাঙালী পুলিশ অফিসার ছিলেন উনি হিন্দি বলে কি বুঝাতে চেয়েছেন।
এখানে হিন্দি বলার উদ্দেশ্য কি
আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক আমি প্রবাসে ছিলাম ২৫ বৎসর দুঃখের বিষয় আশি শত জমিন খরিদ করতে পেরেছি একটি ফাঁকা ঘর করার সমাপ্ত আমার হয় নাই আর এক কোটি ৮২ লক্ষ অথবা ৮৩ লক্ষ টাকা ইনকাম করে কিভাবে এত সম্পদের মালিক হয় আমার জানা নেই তবে আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি হালাল পথের রোজ কার আর হারাম পথের রোজগার মধ্যে অনেক পার্থক্য আছে আল্লাহ তাহাদেরকে হালাল হতে আসার তৌফিক দান করুক আমিন চুম্মা আমিন
Benazir is man of Apa & Dula bhai, this is what he has clarified.
মন্তব্য পড়তে এসেছি, মন কতো কথা বলতে চায় কিন্তু এদের নাম শুনলে আর.......
তোদের উপর আল্লাহর পজব পড়বে অপেক্ষায় রইলাম,
এরম একজন ফেরেশতা কে নিয়ে দুর্নীতির অভিযোগ কাল্পনিক, মনগড়া, অগ্রহণযোগ্য। দেশের ইতিহাসের বিরলতম প্রজাতির একজন নিরেট সাদামনের লোক। এরকম সৎ, ভদ্র অফিসার গোটা দুনিয়াতেই আর দৃতীয়টি নেই। সরকারের নিকট অভিযোগ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বেনজীর চাকরি করে যে পরিমাণ বেতন এবং বাতা টাকা পেয়েছেন। আমি প্রবাসে থেকে বেনজীরের থেকে কম টাকা কামাই নাই। কিন্তু দঃখের বিষয় হল আমি গ্রামে একটি পাকা কর ছাড়া ১ শতাংশ জমি ও ক্রয় করতে পারি নাই। পার্থক্য হল হাললা আর হারাম। আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ্
দেশের রিজার্ভ শুন্যের কোটায়। দ্রুতই গ্রেফতার করে তার সম্পদ আহরণ করুন।
দুদকের এখন উচিত হবে বেনজীর সাহেবের বিরুদ্ধে অনুসদ্ধান করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত
o hindi bolche keno?
দূর্নীতির উপর করা প্রতিবেদনটি মিথ্যা ছিল, বেনজীর এটা দাবি করতে পারে নাই।
আপনার মধ্যে সততা থাকলে অবশ্যই কুৎসা রটনা কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।
Hope the journalists will remain ready with all the related evidences to accept his challenges and prove his corruption.
জামাত/বিএনপির কোন নেতা যদি এ ধরনের পরিস্তিতিতে এরূপ উর্দু বলত, তবে একদল লোক তাকে রাজাকার বানিয়ে দিত। ওরা এখানে চুপ কেন ?
বেনজীর সাহেব হিন্দি বলে কি বুঝাতে চাইছেন? চাকুরী করে এতো সম্পাদ হলো কি ভাবে?