খেলা
সাভারের সড়ক দুর্ঘটনায় স্থগিত ডিপিএলের ২ ম্যাচ
স্পোর্টস রিপোর্টার
(৯ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন
সাভারের জোড়পুলে ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যার প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লীগেও (ডিপিএল)। বিকেএসপিতে অনুষ্ঠিতব্য লীগের দুটি ম্যাচ স্থগিত হয়েছে।
আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্সের। সাভারের জোড়পুলে সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার লম্বা যানজট তৈরি হয়। এতে ম্যাচ ভেন্যু বিকেএসপিতে যেতে পারেনি দলগুলো। ম্যাচ দুটি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিএলের আয়োজক সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।
আগামীকাল ডিপিএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল গাজী গ্রুপ-গাজী টায়ার্স এবং রূপগঞ্জ টাইগার্স-শাইনপুকুরের। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, বুধবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পরের দিন। ডিপিএলের ফিকশ্চারে আগামী বৃহস্পতিবার কোনো ম্যাচ নেই। আর স্থগিত হওয়া ম্যাচ দুটি হবে বুধবার।
বিকেএসপির ম্যাচ দুটি বাতিল হলেও ঢাকার অন্য প্রান্তে ফতুল্লায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডানের ম্যাচটি সময়মতোই শুরু হয়।